আমাদের কথা খুঁজে নিন

   

নিল প্রজপতির অকাল মৃত্যু........



`কখন এখানে এসেছি তা বলতে পারি না ইচ্ছে করেই যে এসেছি তা আর বলতে" কি কিছু বলছ না যে..................... জানি তুমি কিছু বলতে পারবে না,কারন তোমার মুখ তুমি নিজেই বন্ধ করে দিয়েছ। কেনো এমন করলে কিছুই বুঝে ওঠার আগেই চলে গেলে,আরও কিছু সময় যদি তুমি থাকতে তবে বুঝতে ভালবাসা কাকে বলে। আজ ভালবাসার মহপ্লাবনে যখন আমার পৃথীবী ভাসছে ঠিক তখনই তুমি নিশ্চুপ হয়ে গেলে। হৃদয় বলতে কিছু আছে / জীবন বলে কিছু আছে / স্বপ্ন বলে কোন পাহার,নদী,মরুভুমি,মহাসাগর কিংবা ঝরনার কল-কল শব্দে চকিত নয়নে কোন হরিনির হঠাৎ থমেক দাড়ানো এই সব কিছুই তো ব্যার্থ আয়োজন শুধুই তোমার জন্য কেনো এতো আয়োজন করলাম তাই এখন ভাবতে ভাবতে সময় কাটে । জানি তোমার এখন আর এসব কথা ভাল লাগবে না তবুও কি করি বল,সময় কাটাতেই শুধু শুধু সময় হাতরে বেড়ানো এটা ভাবলে ভুল করবে।

আমি এখন যাই করি তা তোমাকে শুধু স্মরন করিয়ে দিতে আমি এখনও তোমার পাশেই আছি........। তুমি শুখে থাকবে আর আমি চেয়ে-চেয়ে দেখবো এটা কি হয়...। যতদিন তুমি আর আমি বেচে আছি ততদিন এই শক্রুতা (প্রম)ইচ্ছে করলেই কি আর বাদ দেওয়া যায় বল। । ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।