আমাদের কথা খুঁজে নিন

   

পূর্ব পাকিস্তানের দুর্দশার ইতিহাস

আইনজীবি

অর্থনৈতিক বৈষম্য পশ্চিম পাকিস্তানের সাথে পূর্ব পাকিস্তানের অর্থনৈতিক বৈষম্য ছিল। মোট জাতীয় বাজেটের সিংহভাগ বরাদ্দ থাকত পশ্চিম পাকিস্তানের জন্য। বছর ১৯৫০-৫৫,পশ্চিম পাকিস্তানের প্রাক্কলিন ব্যয় (রুপী কোটিতে) ১,১২,৯, পূর্ব পাকিস্তানের প্রাক্কলিন ব্যয় (রুপী কোটিতে)৫২৪, পশ্চিম পাকিস্তানের তুলনায় পূর্ব পাকিস্তানে ব্যয়ের শতকরা পরিমাণ৪৬.৪। ১৯৫৫-৬০,,পশ্চিম পাকিস্তানের প্রাক্কলিন ব্যয় (রুপী কোটিতে) ১,৬৫৫,পূর্ব পাকিস্তানের প্রাক্কলিন ব্যয় (রুপী কোটিতে)৫২৪,পশ্চিম পাকিস্তানের তুলনায় পূর্ব পাকিস্তানে ব্যয়ের শতকরা পরিমাণ৩১.৭। ১৯৬০-৬৫,পশ্চিম পাকিস্তানের প্রাক্কলিন ব্যয় (রুপী কোটিতে) ৩,৩৫৫, পূর্ব পাকিস্তানের প্রাক্কলিন ব্যয় (রুপী কোটিতে) ১,৪০৪,পশ্চিম পাকিস্তানের তুলনায় পূর্ব পাকিস্তানে ব্যয়ের শতকরা পরিমাণ৪১.৮।

১৯৬৫-৭০,,পশ্চিম পাকিস্তানের প্রাক্কলিন ব্যয় (রুপী কোটিতে) ৫,১৯৫ ,পূর্ব পাকিস্তানের প্রাক্কলিন ব্যয় (রুপী কোটিতে)২,১৪১ ,পশ্চিম পাকিস্তানের তুলনায় পূর্ব পাকিস্তানে ব্যয়ের শতকরা পরিমাণ৪১.২। মোট ,পশ্চিম পাকিস্তানের প্রাক্কলিন ব্যয় (রুপী কোটিতে)১১,৩৩৪। পূর্ব পাকিস্তানের প্রাক্কলিন ব্যয় (রুপী কোটিতে)৪,৫৯৩। পশ্চিম পাকিস্তানের তুলনায় পূর্ব পাকিস্তানে ব্যয়ের শতকরা পরিমাণ৪০.৫। ১৯৭০ সালে নির্বাচনের একটি পোস্টারে অর্থনৈতিক বৈষম্যের চিত্র তুলে ধরা হয়।

বৈষম্য বিষয় রাজস্ব খাতে ব্যয় বাংলাদেশ ১৫০০ কোটি টাকা, পশ্চিম পাকিস্তান ৫০০০ কোটি টাকা উন্নয়ন খাতে ব্যয,বাংলাদেশ ৩০০০ কোটি টাকা পশ্চিম পাকিস্তান ৬০০০ কোটি টাকা বৈদেশিক সাহায্য,বাংলাদেশ শতকরা ২০ ভাগ, পশ্চিম পাকিস্তান শতকরা ৮০ ভাগ বৈদেশিক দ্রব্য আমদানী,বাংলাদেশ শতকরা ২৫ ভা্‌গ, পশ্চিম পাকিস্তান শতকরা৭৫ ভাগ কেন্দ্রীয় সরকারের চাকরী,বাংলাদেশ শতকরা ১৫ জন, পশ্চিম পাকিস্তান শতকরা ৮৫ জন। সামরিক বিভাগে চাকরি,বাংলাদেশ শতকরা ১০ জন, পশ্চিম পাকিস্তান শতকরা ৯০ জন। চাউল,বাংলাদেশ (মণ প্রতি) ৫০ টাকা, পশ্চিম পাকিস্তান ২৫ টাকা। আটা বাংলাদেশ (মণ প্রতি) ৩০ টাকা, পশ্চিম পাকিস্তান ১৫ টাকা। সরিষার তৈল বাংলাদেশ (সের প্রতি)৫ টাক, পশ্চিম পাকিস্তান ২.৫০পয়সা।

স্বর্ণ প্রতি ভরি বাংলাদেশ ১৭০ টাকা, পশ্চিম পাকিস্তান১৩৫ টাকা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।