আমাদের কথা খুঁজে নিন

   

কোড ভাঙ্গতে পারেন এমন ব্যক্তি খুঁজছে এফবিআই

ভালকে সমর্থন এবং খারাপকে বর্জন করতে শিখুন ।

সহজেই জটিল ধাঁধা সমাধান করতে পারেন বা ভেঙ্গে ফেলতে পারেন জটিল কোড, এমনই ব্যক্তিদের খুঁজছে এফবিআই। প্রায় ১২ বছর বছর ধরে ঝুলে থাকা একটি মৃত্যুর ঘটনার ক্লু হিসবে পাওয়া জটিল কোডের সমাধান করতে পারেন এমন ব্যক্তিকেই কাজে লাগাবে এফবিআই। জানা গেছে, জটিল কোডে লেখা ২টি নোটের অর্থ বের করতে গলদঘর্ম হয়েই সৌখিন কোড ব্রেকারদের দারস্থ হয়েছে এফবিআই। খবর টেলিগ্রাফ অনলাইন-এর।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ১৯৯৯ সালের জুন মাসে যুক্তরাষ্ট্রের সেইন্ট লুইস, মিসৌরির বাসিন্দা ৪১ বছর বয়সী রিকি ম্যাককরমিককে মাঠের মধ্যে মৃত অবস্থায় পওয়া যায়। এসময় তার পাজামার পকেটে দুটি জটিল কোডে লেখা নোট উদ্ধার করেন পুলিশ কর্মকর্তারা। কিন্তু সে ঘটনার পর প্রায় একযুগ ধরে চেষ্টার পরেও কোনো কিনারা করতে পারেনি বিশেষজ্ঞরা। তাই এখন এই কোডের অর্থ বের করতে নতুন কাউকে খুঁজছে এফবিআই। রিকি ম্যাককরমিক-এর পরিবারের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, রিকি ম্যাককরমিকের ছোটোবেলা থেকেই বিভিন্ন কোড ব্যবহার করে লেখার ঝোঁক ছিলো।

হাইস্কুল থেকে ঝরে পড়া শিক্ষার্থী হওয়া সত্তে¡ও তিনি ‘স্ট্রিট স্মার্ট’ ব্যক্তি ছিলেন। তদন্ত কর্মকর্তাদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ১২ বছর ধরে ঝুলে থাকা একটি রহস্যের কিনারা করার আগ্রহেই কোডটি ভাঙ্গতে এগিয়ে আসবেন অনেকেই। তাই আলাদা করে কোনো পুরস্কার ঘোষণা করা হয়নি। Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।