আমাদের কথা খুঁজে নিন

   

আজ আমি ইন্ডিয়ার সার্পোটার!!



বাংলাদেশ বিশ্বকাপ থেকে বিদায় নেয়ার পর বিশ্বকাপ ক্রিকেট নিয়ে লেখার আগ্রহ হারিয়ে ফেলেছিলাম। বিশ্বকাপে বাংলাদেশকে অন্তত্য কো.ফাইনাল পর্যন্ত দেখতে চেয়েছিলাম। যেখানে বিশ্বকাপের আগে ২-৩ বার উপমহাদেশের বিভিন্ন দলের কাছে হোওয়াট ওয়াশ খাওয়া দল নিউজিল্যান্ড সেমি পর্যন্ত উঠলো আর আমরা কিনা ১ম রাউন্ডেই বাদ! তারপরও একটা লেখা দিয়েছিলাম "এবং বাজি শিরোনামে" এবার বিশ্বকাপ অস্ট্রলিয়া জীতবে এবং কেন জিতবে সে সমিকরন। কিন্তু অস্ট্রলিয়া হেরে গেল আমার সমিকরন ভূল হলো আমিও আমার লেখা মুছে দিলাম এবং ঘোষনা করলাম এবার বিশ্বকাপ ইন্ডিয়াই জিতবে। আমি পার্সোনালি পাকিস্তান ক্রিকেট এর ভক্ত, কিন্তু সেমিফাইনালে ভারতের সংগে পরায় আগ্রহ হারিয়ে ফেলি খেলা দেখার, বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের রেকর্ড ভালো না তাছাড়া ভেনু, দর্শক, ভাগ্য সবই ভারতের পক্ষে এবং যা হবার তাই হয়েছে।

ফাইনাল নিয়ে আমার আজ তেমন আগ্রহ নেই কারন ফলাফলতো আমি আগেই বলে দিয়েছি। তারপরও সকাল থেকে ভারত আর পাকিস্তানি সার্পোটারদের তর্কযুদ্ধে আমাকে পড়তে হলো। আমার উপর পরার কারন অবশ্য আছে সেমিতে অস্ট্রলিয়ার পক্ষে বাজি ধরেছিলাম কথা ছিলো মিষ্টি খাওয়াবো কিন্তু খাওয়াইনি সেই ক্ষোভতো আছেই। আমাদের ফিনান্স স্যারতো একদিনের জন্য শ্রীলংকা ফ্যান ক্লাব খোলার পরিকল্পনা করে বসলেন এবং আমাকে ডাকলেন ওনার ধারনা আমি যেহেতু পাকিস্তান ক্রিকেট দলের সার্পোটার তাই সাভাবিক আজ আমি ইন্ডিয়ার বিপক্ষে। স্যারকে বললাম স্যার আজ আমি ইন্ডিয়ার সার্পোটার, আর আমি কেন শ্রীলংকার সার্পোট করবো?? ১. ইন্ডিয়া মুক্তিযুদ্ধকালীন সময়ে আমাদের পাশে দাড়িয়েছিলো, তখন শ্রীলংকা আমাদের বিরোধীতা করে ছিলো তাই কেন নয় ইন্ডিয়া ২. ইন্ডিয়ার চাল, ডাল, পেয়াজ, গরু সহ নানবিধ দ্রবাদী আমরা দৈনদিন জীবনে ব্যবহার করি সো ইন্ডিয়া ৩. ইন্ডিয়া কাপ জিতলে আমরাও আনন্দের ভাগিদার হবো পাশবর্তী দেশ আনন্দে ঢোলের বারির শব্দ বা রং ছিটানো দু'এক ফোটা বর্ডার পেরিয়ে আমাদের গায়ে পরতেও পারে! আমার অফিসের সামনে ডাবওয়ালার কথাই বলুন, বা ফিনান্স বস, মার্কেটিং বস, ও অন্যান্য পাকিস্তানী সার্পোটারদের কথাই বলুন তারা হয়তো পাকিস্তান দলের সার্পোটার বলে আজ শ্রীলংকা হয়ে গেছেন।

কিন্তু আজ আমি ইন্ডিয়ার সার্পোটার!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।