আমাদের কথা খুঁজে নিন

   

আজ জুমার নামাজের পর মসজিদ থেকে কাঁদতে কাঁদতে বাসায় ফিরে আসি।

প্রথমত আমি খুবই বন্ধুত্বপূর্ণ। ওয়েব ডিজাইনের পাশাপাশি টু্রিজমের উপর কাজ করার ইচ্ছা আছে আমার। এ ব্যাপারে কেউ সাহায্য করলে চির কৃতার্থ থাকব। http://www.facebook.com/saintmartinbangladesh

আজ শুক্রবার জুমার নামাজ পড়ে আসার পর নারীনীতি মালা নিয়ে সরকারের বিতরণকৃত একটি লিফলেট পাই, তারপর অনেক মাথা ব্যথা, অশ্রু..............। আজ আল্লাহ ঘরে দাড়িয়ে আল্লাহর বিধান পরিবর্তনের ঘোষণা চলছে......... সরকার গোজা মিল দিয়ে বলছে..... সরকার কুরআন সুন্নাহ বিরোধী কোন কাজ করছে না, হায়রে অভাগা! হে দুনিয়ার মানুষ! তুমি ভাবছ আমার বাড়ি গাড়ি আছে আমার এত নামাজ রোজা ধর্মের কী দরকার, এগুলো তো গরীব মানুষের জন্য....... একদিন আসবে যেদিন তুমি হবে উলঙ্গ ভিখারী, দিশেহারা দিকভ্রান্তের মত ছুটবে এখান থেকে ওখানে........ সেদিন পাহাড় সমূহ ধূনীত তুলার ন্যায় উড়তে থাকবে, মানুষেরা ছুটবে পঙ্গপালের মত, সেদিন ভাই তার ভাই থেকে পলায়ন করবে, বাবা তার সন্তান থেকে, স্বামী তার স্ত্রী থেকে। নবী করীম (সা.) বলেছেন "ক্বিয়ামতের ময়দানে সকল আদম তাদের আসল অবস্থায় অর্থাৎ কোন রকম বাহ্যিক সাজ সজ্জা ব্যতিত কোন আবরণ ছাড়া উঠবে, এতদশ্রবণে হযরত আয়েশা (রা.) বললেন, হে আল্লাহর রাসুল! তাহলে কেমন হবে (এটা তো লজ্জার ব্যাপার) রাসুল সা, বললেন হে আয়েশা বরং বাস্তবতা এর চেয়েও ভয়ংকর হবে, (কোন মানুষ কোন মানুষের দিকে তাকানোর সময় পর্যন্ত পাবে না, সবাই যার যার চিন্তায় অস্থির হয়ে ছুটোছুটি করতে থাকবে) বর্তমান পৃথিবীর উম্মতে কী অবস্থা??? মুসলিম জাতির কী অবস্থা? নিচের এই বক্তৃতাটি (দোয়া) শুনে হৃদয় গলে গেল!!! (উর্দু) Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।