আমাদের কথা খুঁজে নিন

   

সাত কোটি সন্তানেরে হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি...!!!

My work my life. কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কথাই বার বার বলতে হয় সাত কোটি সন্তানেরে হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি। সত্যি মা মানুষ করতে পারেনি। আমরা মানুষ হইনি। আমরা অমানুষ হয়েই আছি। এভাবেই আমাদের মতো অমানুষ সন্তানদের নিয়ে মাকে চোখের জল ফেলে ফেলে বেঁচে থাকতে হবে।

মা আর প্রাণ খুলে হাসতে পারবে না। আমরা মাকে হাসতে দিব না। আমরা যে মায়ের অমানুষ সন্তান। আমরা যে যখন ক্ষমতায় যাব আমরা শুধু গাল ভরা বুলি আওড়াব। আমরা এমন একজনকে স্বরাষ্ট্রমন্ত্রী বানাব যে শুধু তার পুলিশ বাহিনীকে গুলি ছোঁড়ার কাজে ব্যবহার করবে।

সে অন্যায় করলেও আমরা তাকে পদত্যাগে বাধ্য করব না। আমরা মায়ের যে সন্তান রাষ্ট্রের প্রধানের দায়িত্বে থাকব বা বিরোধী দলে থাকব আমরা মাকে খুশি রাখতে স্বরাষ্ট্রমন্ত্রী ভুল করলে তাকে দ্রুত ঐ পদ থেকে সরাবো না! আমাদের বিরোধী দল হবে এমন যাদের কাজই হবে শুধূ মসনদে বসার জন্য লড়াই করা। তারা কোনদিন সংসদে যাবেনা। তারা শুধু রাস্তায় থাকবে আর সরকার পতনের আন্দোলন করবে। এমনকি ভীনদেশের সঙ্গে দ্বিপাক্ষিক কোন স্বার্থের প্রয়োজনেও তারা দেশের পক্ষে থাকবে না।

তারা বিদেশী অতিথিকে অপমান করে তাড়াবে। আমরা মায়ের ১৬ কোটি সন্তান। দুই ভাগে ভাগ হয়ে যাব। মা শুধু কাঁদবে আর কাঁদবে। মায়ের কান্না শেষ হবে না।

এমন একটা রাষ্ট্র তৈরি করব যেখানে আইনের কোন শাসন থাকবে না। আইন চলবে শাসকের নিজের ইচ্ছেমতো। জনগণের ট্যাক্সের টাকায় কোন গুলি জনগণের উপরেই খরচ করব। আমরা রাজনৈতিক ঐকমত্যে কোনদিন পৌঁছবো না। আমরা শুধু দেশকে দুটো প্রধান দলে ভাগ করেই রাখব।

আমরা স্বাধীনতার ৪১ বছর পরও কে মুক্তিযোদ্ধা-কে রাজাকার এ নিয়ে দ্বিধাদ্বন্দে ভুগব। আমরা আইন করে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তিকে নিশ্চিন্ঞ করতে একযোগে লড়াই করব না। এ বিষয়টিকেও পরবর্তীতে ক্ষমতায় যাবার হাতিয়ার হিসেবে নেব। আমরা এমন কোন আইন তৈরি করব না যেখানে মুক্তিযুদ্ধকে অপমান করার কারো কোন দু:সাহস থাকবে না। আমরা এমন এক হতভাগ্য জাতি হয়েই থাকব!!!!!!!!!!!! আমার আজ নিজের উপরেই নিজের ধিক্কার।

মায়ের যে আমি অত্যন্ত হতভাগ্য সন্তান! আমি যে মাযের চোখের জল মোছাতে কিছুই করতে পারছি না!!!!!!!!! প্রণতি প্রণয় ০৬ মার্চ ২০১৩ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।