আমাদের কথা খুঁজে নিন

   

যার কাছে মোর মনটা জমা।

মানুষের রক্তকে কালি ও মানুষকে কলম করে কবিতা লিখতে চাই। পতন চাই এই অশ্লীল সভ্যতার। । যার কাছে মোর মনটা জমা সে যে আমার প্রিয়তমা। অবহেলা যত জমা দিও মোরে চাইনে ক্ষমা, সে যে আমার প্রিয়তমা যার কাছে মোর মনটা জমা। বুকের ভেতর উতাল-পাতাল কোন সে ব্যথা করছে মাতাল? মনের ঘরে কিসের আকাল, জানি না আজ মনতমা, সে যে আমার প্রিয়তমা যার কাছে মোর মনটা জমা। বুকের কোণে কিসের আগুন জ্বলছে আজি চেয়ে ফাগুন, বুকের কোণে কোন সে আগুন জানে প্রিয়তমা, সে যে আমার প্রিয়তমা যার কাছে মোর মনটা জমা। যার হাসিতে হাসে এ মন দেখার তরে প্রতিটি ক্ষণ, থাকি প্রিয়তমা, সে যে আমার প্রিয়তমা যার কাছে মোর মনটা জমা।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।