আমাদের কথা খুঁজে নিন

   

তিন জেলায় ৫ লাশ উদ্ধার

এরমধ্যে রয়েছে ঢাকার সাভারে একটি এবং যশোর ও খাগড়াছড়ির বিভিন্ন উপজেলায় দুটি করে।
সাভার প্রতিনিধি জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জিরানী-শিমুলিয়া সড়কের রাঙ্গামাটি ব্রিজের পাশে হাত-পা বাঁধা অজ্ঞাত পরিচয় এক যুবকের (২৮) লাশ পাওয়া যায়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পথচারীর কাছে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
যশোর প্রতিনিধি, সদরে এক ইজিবাইক চালক চালক জসিম (২৮) এবং অভয়নগর উপজেলায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।


মঙ্গলবার সকালে পতেঙ্গালী মাঠতলা আমবাগান থেকে পুলিশ জসিমের লাশ উদ্ধার করে। তিনি বাঘারপাড়া উপজেলার চাড়াভিটা এলাকার ইসহাক আলীর ছেলে।
কোতোয়ালি থানার উপ পরিদর্শক (এসআই) শারমীন জানান, ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যার পর তার ইজিবাইকটি নিয়ে গেছে।
অভয়নগর থানার উপপরিদর্শক (এসআই) আসাদ জানান, সোমবার রাত ১১টার দিকে ভাটপাড়া পিপিবি হাইস্কুল সড়কের কালভার্টের ওপর অজ্ঞাত পরিচয় (৩৭) এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেছে বলে জানান এসআই আসাদ।


খাগড়াছড়ি প্রতিনিধি জানান, সদরের আলুটিলা এবং মাটিরাঙ্গার ঝরণাটিলা থেকে অজ্ঞাত পরিচয় দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান জানান, সোমবার রাত ১২টার দিকে রক্তাক্ত অবস্থায় এক যুবককে সদর হাসপাতালে আনার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মাটিরাঙ্গা পলাশপুর বিজিবি জোনের অধিনায়ক লে. কর্নেল মো. নুরুজ্জামান জানান, মঙ্গলবার ঝরণাটিলা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ পুলিশ উদ্ধার করেছে।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাঈনুদ্দীন জানান, লাশটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।