আমাদের কথা খুঁজে নিন

   

কীবোর্ডে-আঙুলে ঘুম নেমে আসছে...

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

ঘুমের ঔষধ খেতে হবে শুনলে ভয়ে আমার ঘুম চলে আসে। মনে হয় একবার ঘুমের ঔষধ খেলে আমার ঘুম আর ভাঙবেই না। এমনিতেই যে ভয়াবহ রকমের ঘুম-পেটুক, গ্রোগ্রাসে ঘুম খাই, তারপরে ঔষধ পেলে ইহ জনমের লীলা সাঙ্গ হবে! একসময় ঘুমের ঔষধ খেয়ে নেশার চল ছিলো। এখনও আছে কিনা জানি না। তখন আমার কয়েকজন বন্ধু একসাথে তিন/চারটে ঘুমের ঔষধ খেয়ে ফেলতো।

এবং আশ্চর্য্য জনক ঘটনা হলো এরপরে তাদের আর ঘুম হতো না। ভাবতাম অতিরিক্ত ডোজে বিপরীত ক্রিয়া - কিন্তু ওরা বলতো ওটাই নাকি নেশা! তাদের ঘুমের ঔষধ সেবন দেখেই আমার ঘুম চলে আসতো। মাথায় ঢুকতো না কিভাবে এতে নেশা হয়! অবশ্য এটা ঠিক ঘুম আমার বড় নেশা। সামনে দুদিনে আমি ঘুমাবো। দিনের বেলা ঘুমাবো।

রাত্রে ঘুমাবো। ভাবতেই যেন কীবোর্ডে-আঙুলে ঘুম নেমে আসছে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।