আমাদের কথা খুঁজে নিন

   

কবিরা ক্ষেমা করবেন

বালক জানে না তো কতটা পথ গেলে, ফেরার পথ আর থাকে না কোনো কালে...

আমার রাত --------------------- প্রাত্যহিক নিয়মে আমি বের হই রাস্তায় । যখন পাশের ড্রেনে বস্তির ছেলেটা হিসু করে; রাস্তার দুপাশ থেকে ইঙিতপূর্ণডাক দেয়- নিশিকন্যারা; নবদম্পত্তি প্রস্তুতি নেয় ভালবাসার; আমি বের হই রাস্তায় । আমার পকেটে ফ্রি এক টিকেট নগর পরিবহন- সমগ্র শহর। যেতে পারি আমি- মন্ত্রনালয় ,সংসদ ভবন ,পতিতালয় এমন কি প্রধানমন্ত্রীর বাসভবনে। ঘুরতে পারি এ আশ্চার্য্য শহর।

যেখানে মোবাইল ফোনে দরদাম করে বেশ্যারা। কুকুর কুকুরীর মত লিপ্তহয় প্রকাশ্য সঙ্গমে। এ আশ্চার্য শহর এক অবাক হয়ে দেখি মানুষের পদচারনা। আমার পকেটে ফ্রি এক টিকেট নগর পরিবহন- সমগ্র শহর। আর হ্যাঁ ,সঙ্গমক্লান্ত পুরুষাঙ্গের মত ন্যাতানো দু’টি টাকা ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।