আমাদের কথা খুঁজে নিন

   

৫জি নেটওয়ার্ক আনল স্যামসাং

ইলেক্ট্রনিক্স পণ্য নির্মাতা স্যামসাং নিজেদের উদ্ভাবিত পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক ব্যবস্থা অবমুক্ত করেছে। তারহীন ৫জি নেটওয়ার্কের সফল উদ্ভাবক স্যামসাং বলে জানিয়েছে কোরিয়ার সংবাদপত্র কোরিয়ান টাইমস।
আয়ের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় ইলেক্ট্রনিক্স পণ্যনির্মাতা স্যামসাং জানিয়েছে, নতুন তারবিহীন প্রযুক্তির মাধ্যমে দুই কিলোমিটার দূরত্বে ২৮ গিগাহার্টজ ওয়েব-লেন্থে তথ্য আদানপ্রদানের গতি সেকেন্ডে এক গিগাবাইট। এতে ইন্টারনেট ব্যবহারকারীরা এক সেকেন্ডেরও কম সময়ে পুরো একটি সিনেমা ডাউনলোড করতে পারবে। স্যামসাং কর্তৃপক্ষের ধারণা, উচ্চ তরঙ্গে এটাই বিশ্বের প্রথম দ্রুতগতির তথ্য আদান-প্রদান।


বাণিজ্যিকভাবে এ প্রযুক্তি ২০২০ সাল নাগাদ বাণিজ্যিক ব্যবহার শুরু হবে। এ সময়ের মধ্যে পরবর্তী প্রজন্মের ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য এ সেবা আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে বলে জানিয়েছে স্যামসাং।
তারহীন শক্তিশালী নেটওয়ার্ক পণ্য তৈরিতে ইতিমধ্যে খ্যাতি অর্জন করেছে স্যামসাং। ৫জি টেকনোলজি উদ্ভাবনের মাধ্যমে শক্তিশালী নেটওয়ার্কিং গবেষণার কথা আবার জানান দিয়েছে তারা। বর্তমানে নেটওয়ার্কিং ব্যবসায় সুইডিস কোম্পানি এরিকসন এবং সিসকোর সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে স্যামসাং।

ইউরোপিয়ান ইউনিয়ন ইতিমধ্যে ঘোষণা দিয়েছে, তারা ওয়্যারলেস নেটওয়ার্কিং অবকাঠামো স্থাপনে ৭২০০ কোটি কোরিয়ান ইউয়ানের সমপরিমাণ অর্থ বিনিয়োগ করবে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।