আমাদের কথা খুঁজে নিন

   

সাফ ফুটবলে ‘কঠিন’ গ্রুপে বাংলাদেশ

মঙ্গলবার নেপালের কাঠমান্ডুতে এক ড্র অনুষ্ঠানে টুর্নামেন্টের সূচি ঠিক হয়। সাফ সভাপতি কাজী সালাউদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
প্রতিযোগিতার ‘বি’ গ্রুপে রয়েছে আফগানিস্তান, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও ভুটান।
১-১১ সেপ্টেম্বর কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে আগামী সাফ চ্যাম্পিয়নশিপ।
ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের (১৫২তম) উপরে থাকা ভারত (১৪৬তম) সর্বোচ্চ ছয় বার সাফের শিরোপা ঘরে তুলেছে।


আর ভারতের মাটিতে গত সাফে নেপালের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল বাংলাদেশ।
১ সেপ্টেম্বর উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে স্বাগতিক নেপালের। ৩ সেপ্টেম্বর ভারত ও ৫ সেপ্টেম্বর পাকিস্তানের সঙ্গে লড়বে বাংলাদেশ।
ড্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাফ সাধারণ সম্পাদক আলবার্তো কোলাসো। এ সময় উপস্থিত ছিলেন এএফসি সহ সভাপতি ও নেপাল ফুটবল ফেডারেশনের সভাপতি গনেশ থাপা।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।