আমাদের কথা খুঁজে নিন

   

এখন আমার কি হইবে? (১৮+ ভাবলে ভাবতে পারেন)



আমি একজন ছাত্র। পড়ি ইঞ্জিনিয়ারিং। জেনেটিক কারণেই হয়তোবা ইঞ্জিনিয়ারিং পড়তে খারাপ লাগে না। কিন্তু সমস্যা হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়ার কোন ইচ্ছা নেই। তবুও ডিগ্রী নিতে হবে বলেই নিচ্ছি।

নিজের ইচ্ছের চেয়েও পরিবারের চাপের কারণে বেশি। অনেকটা "থ্রী ইডিয়টস" টাইপ। কথা সেটা না। আমি সবসময়েই বলি, ইঞ্জিনিয়ারিং পড়া শেষে খুব ইচ্ছে, মুভি বানানোর উপর কোন কোর্স করব। জীবনের একটা স্বপ্নের মতো ব্যাপার হচ্ছে, আমি কোন একটা চলচ্চিত্র পরিচালনা করব।

কোন বাণিজ্যিক ছবি নয়, আবার পুরোপুরি আর্ট ফিল্মও নয়। মাঝামাঝি জীবনধর্মী কিছু। অনেকটা আহা! সিনেমার মতো। যেটা মোটামুটি ধরণের কোন পুরষ্কার পেলেই হবে। এখন একজন প্রকৌশলী আবার চলচ্চিত্র পরিচালক হওয়ার ইচ্ছে।

মেয়েপক্ষ যদি শুনে আমার জীবনের লক্ষ্যের কথা তাহলে আর মেয়ে বিয়ে দিবে না। ( ( ( ( ( :``>> :``>> :``>> আমি আমার ভবিষ্যত নিয়ে বড়ই চিন্তিত হচ্ছি। আমি এখন কি করব? (বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।