আমাদের কথা খুঁজে নিন

   

অনুভব



অনুভব তোমার কাগজী লেবু হাসি ঐ বাতাবী লেবু ঠোঁটে, আমার পলকহারা দুই চোখ ফুলের মতোই ফোটে। তোমার ডালিমরাঙা গাল আর ভ্রমর কালো তিলে, আমি উড়তে থাকা ফড়িং ঐ শীত পাখীদের বিলে। তোমার আসমানি রঙ শাড়ীর মেঘকালো ঐ পাড়ে, আমার চোরকাঁটা এই মন বিঁধলে কি আর ছাড়ে! তোমার চোখের তারায় দেখি জোছনামাখা আলো, আঁধার আমার কাটলো বুঝি তোমায় বেসে ভালো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।