আমাদের কথা খুঁজে নিন

   

When we are INGLORIOUS BASTARD!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

এক অসাম্প্রদায়িক উজ্জল বাংলাদেশের স্বপ্ন দেখি

শিরোনাম টা ইচ্ছা করে ই ইংরেজীতে দিলাম। কারন এর বাংলা টা মুখ দিয়ে উচ্চারন করতে বা লিখতে গিয়ে ল্জ্জা আর অপমানে মাটিতে মিশে যেতে চাইছে সমস্ত সত্তা। ইংরেজী ভাষার এই একটি মহা ঔষধি গুন বটে!যে কথা বলতে বাধে(অস্বস্তি) নিজের ভাষায় সে কথা সহজে কেমন করে যেন বলা যায় ইংরেজীতে। যাহোক, কেন তার মনস্তাত্তিক ব্যাখ্যায় আর না যাই। কোন জারজ সন্তান যখন কোন গৌরবের কাজ করে তখন মানুষ তার জন্ম পরিচয় ভুলে তাঁর কাজ ও তাঁর প্রতি সম্মান দেখায়।

পৃথিবীতে এমন অনেক মহান ব্যক্তির খোঁজ পাওয়া যাবে যাঁরা কাজ করে নিজের জন্ম পরিচয়ের অগৌরব ভুলিয়েছেন কিংবা গৌরবান্বীত করেছেন তাঁর পরিচয়কে। বাংলাদেশের মানুষের পাকিস্তান প্রীতি তা খেলায় হোক আর অন্যকোন ক্ষেত্রেই হোক যখন প্রকাশিত হয়,তাও আবার এমন চরম আকারে যে পাকিস্তানীদের ও অবাক করে, তখন সত্যিই নিজেকে জাতিগতভাবে জারজ ছাড়া আর কিছু মনে হয় না। কারণ যারা সমর্থন করে ওদের,তারা যে আমার ই অংশ! এই জারজ পরিচয়ে কোন গৌরব নেই। আর যারা বলে,its not politics,just a game! তাদের বলি,তাহলে কিসের ভিত্তিতে তারা পাক টিমকে সাপোর্ট করে? ১। তারা কী ভাল ক্রিকেট খেলে? ২।

তারা কী খেলোয়ার হিসেবে সৎ? ৩। তারা কী শৃঙ্খলাপরায়ণ? ৪। তারা কী খেলোয়ার হিসেবে অনুসরনীয়? ৫। তাহলে তারা কেন পছন্দের? উত্তর: ১। মোটেই না।

পাকরা সবসময় অননুমেয়(আনপ্রেডিক্টেবল),আর যদি খেলেও তাহলে ১টি প্রশ্ন বাংলাদেশের সাথে খেলা পড়লে ভাল বা এগিয়ে থাকা দল হিসেবে তো পাকিদের ই সমর্থন দেয়া উচিত,তাই না? ২। এ পর্যন্ত পাকরাই সবচেয়ে বেশি নিষিদ্ধ ঘোষিত হয়েছে ক্রিকেট নিয়ে দূর্নীতির জন্য। আইপিএল তো বটেই। বোমাবাজির জন্য এবার তারা স্বাগতিক হতে পারেনি,ভবিষ্যতেও ওদের জন্য ক্রিকেটের দরজা বন্ধ। ৩।

হাস্যকর। ওদের মত বেয়াদব,রগচটা খেলোয়ার এখন পর্যন্ত অন্য কোন টিমে আসেনি। কোন ঐক্য নেই দলগত। নাইটক্লাবে গিয়ে নাচানাচি আর মাতলামি করার ও রেকর্ড আছে ওদের। ৪।

যারা আমাদের মুশফিক রহিম এস এস সি পরীক্ষা দেবে বলে টুর্নামেন্ট বাদ দেবে শুনে সেটা নিয়ে প্রকাশ্যে ঠাট্টা করে,তারা কতখানি মূর্খ বুঝতেই পারছেন!প্রাতিস্ঠানিক শিক্ষা না থাকলেও মানষের মাঝে যে নৈতিক গুন ও বিনয় থাকে তার বিন্দুমাত্র ও যদি ওদের থাকতো!এরা কী কারো অনুসরনযোগ্য হতে পারে? ৫। যারা বলে যে তারা পাকিদের খেলার জন্য সাপোর্ট করে,রাজনৈতিক কারনে না। তারা ডাহা মিথ্যা বলে,বুঝে কিংবা না বুঝে। তারা আসলে অনুভব করে ধর্মীয় বন্ধন,যা তাদের পারিবারিক সংস্কৃতির অংশ হিসেবে রক্তে বাহিত হয়ে এসেছে। কিন্তু প্রশ্ন হল সে অনুভূতি বা বন্ধন কী এতই দৃঢ় হওয়া উচিত যে ওদের সাপোর্ট করার জন্য নিজের জাত,ইতিহাস আর আত্মসম্মান বিকিয়ে দিয়ে খেলার বাহানা তুলতে হবে?ওরা ৭১ এ আমাদের সাথে যা করেছে সেটা ভুলতে হবে?তাহলে আর নিজের আত্মপরিচয় বলে কী কিছু থাকল?থাকলনা কিছুই।

তাইতো ওদেরকে সহ নিজেকে জারজ বলতে আমার বাধছে না। যাহোক,এক পাকী এসে বাংলাদেশে খেলা দেখে পাকিস্তান ক্রিকেট দলের প্রতি বাংলাদেশের দর্শকদের সমর্থনে একেবারে বিগলিত হয়ে এই পোস্টখানা প্রসব করল। Click This Link সেখানে মন্তব্য(ইংরেজীতে) দিলাম। ছাপা হবে কিনা সন্দিহান। কারন সম্পাদিত হয় মন্তব্যগুলো।

অনেক সত্য কথা (ভদ্র ভাষায়)বলেছি। ওদের তো আবার সব সত্য পছন্দ হয়না। দেখুন আপনাদের পছন্দ হয় কিনা!...... "Listen Pakistanies,if you think Bangalee people love you so that they supported you,its a great mistake.We'll never forgive you for 71.So,not only in game but also a single aspect,you never get support from a real Bangalee .If the rest of the 71 paki leaders would realize their sins and apologize for the did,or paid respect for the martyrs of 71,then the hatred or cold war would find an opportunity to be minimized.But you paki,remained uncivilized,wild and truly uneducated that you have no realization for the did.And even you r paying so much for your own country.still now you cant establish real democracy in your country. A part of people of 16 crores of Bangladesh supported you because of their wrong growing up,wrong culture,wrong education and certainly bloody pro-paki their parents were.Keep in mind,hence we have population over 16 crores so 1% will be much who can be bastard.So dont be appreciated to over think that we want to be with you again or we support you ethically.We ,the Bangalees always believe in secularism,democracy,true liberation and peace.We let not establish the Islamization or Radicalisation in our own country like you while we r marching still now for the hanging of war criminals during 1971.you the paki nation will be destroyed and are going to dog's hole with your religion based ideology.now Pakistan is a name of half-failure country,may be, you r realizing. However,I have no hatred for the humane who is Pakistani but the ideology of Pakism or Pakistanism.So I cant hate the people unnecessarily but cant support Pakistan team in cricket or else where.I like to thank especially the commenter Mazeed who has explained from a neutral look and give u some important information about Bangladesh and the nation.I think,he has represented a neutral observation and rights from the civil society of Pakistan.So you should pay him respect and support the outlook that may be positive for the Republic or United States of pakistan.'' যাদের ইজ্জতের বদলে আমরা আজ দেশ পেয়েছি তাঁদের আমরা মর্যাদা দিতে চেয়েছি বীরাংগনা হিসেবে আখ্যায়িত করে। এ পরিচয় গৌরবের। কিন্ত যারা আজ নতুন করে আত্মপরিচয় হারাচ্ছি,তাদের পরিচয় কোনোদিন গৌরবের হবে না,হয় না।

এ বড়ই গ্লানীর,বড়ই দহনের। হে প্রভু আমাদের জ্ঞান দাও,আমাদের ক্ষমা কর!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।