আমাদের কথা খুঁজে নিন

   

সাহিত্য প্রকাশনা দেয়ালে টাঙানো রোদ

বাংলাদেশকে একটি সৃজনশীল জাতি হিসাবে দেখতে চাই।

গত শনিবার ঢাকা বন্ধুসভার লেখাপাঠের আসরের উদ্যেগে বের হলো দেয়ালে টাঙানো রোদ উপদেষ্টা আনিসুল হক সাইদুজ্জামান রওশন ফারাহ্ দিবা আহমেদ নির্বাহী সম্পাদক আবু সাঈদ সম্পাদক তাসনুভা অরিণ সম্পাদনা পর্ষদ তুমুল মোস্তফা নুসরাত নুসিন আব্দুল্লাহ্ আল হেলাল রিয়াদ হাওলাদার ফারজানা শারমীন প্রচ্ছদ স্বপন চারুশি অলংকরণ মাহফুজ রহমান এতে যারা লিখেছেন— কবিতা গন্ধজন্ম/জাফর আহমেদ রাশেদ জলপাই সুখ/নুসরাত নুসিন কষ্টের ক্যান্ডেল/রাজু আলীম বুনোফুল/আতিয়া রহমান জাগ্রত জনম/রিয়াদ হাওলাদার অস্পৃশ্য নিয়তি/তুমুল মোস্তফা স্বপ্নস্নাত তিনজন/ফারজানা শারমীন মায়াময় স্বাদচিহ্ন তার /বেলাল আহমেদ উড়ে যাই প্রাণ /পারু পারভীন গল্প আমৃত্যু সঙ্গী / আব্দুল্লাহ্ আল হেলাল রূপান্তরের গল্প/সামিউল ইসলাম দুর্বোধ্য/মুহসীন মোসাদ্দেক গোলরক্ষক/শোভন সাহা কাকাতুয়া কন্যা/তাসনুভা অরিণ দুরাশা দুপুর/রোখসানা পারভীন নতুন হাওয়া/ফারাহ দিবা আহমেদ মোবাইল হারানোর পর/দন্ত্যস রওশন ষ্লোগান/জিনাত নাজিয়া শৈলীর কর্মব্যস্ত দিন/কাজী নাসরিন সিদ্দিকা রম্য শ্বেত শুভ্র হিমু আলী/সিমু নাসের চারপাশ অচেনা আনন্দ/শফিউল হাসান ছড়া মানুষের মাঝে/সুমাইতা মারজিয়া ইচ্ছেগুলো/তাহমিনা ফেরদৌসী স্মৃতি ছেলেবেলার কথা/আবু সাঈদ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.