আমাদের কথা খুঁজে নিন

   

অ-সুখে ভরা আমাদের সংসার চাতাল।

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।

আমাদের ঘরে সুখ নেই কোনো আজ; অ-সুখে ভরে আছে সংসার চাতাল; সুপুরুষ-পুরুষ ক্রমশঃ ম্রিয়মান, বাজার নামক কালো চিতার থাবায়। আমাদের নেইকো টাকার থলি. আমদের ঘরে পেটের ক্ষুধা হিংস্রতায় তড়পায় ! সন্তানের মুখটি সরু হয়ে আসে ক্রমশঃ সকরুন বিভৎস হায়েনার মতো। নিশিরাতে ভেঙ্গে যায় আমাদের ঘুম, তেড়ে আসে চেনা সন্তানগুলোর মুখ, সমস্ত অবয়ব জুড়ে প্রশ্ন নিয়ে - ‌''জন্ম দিলে ক্যানো অনিশ্চতায় ?'' সুখ দাও অসুখীরে, শান্তি দাও হে, নিশ্চিন্তে ঘুমাবার প্রতীতি জাগাও।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।