আমাদের কথা খুঁজে নিন

   

আমি এবং রিকশা ধর্মঘট.......

কি লিখি!!!

কিছুক্ষণ আগে শুনতে পেলাম রাজধানীতে নাকি রিকশা ধর্মঘট চলছে । চ্যানেল আই এর সংবাদ শিরোনামে দেখলামঃ" রাজধানীর কিছু এলাকায় রিকশা চলাচল বন্ধের প্রতিবাদে বিক্ষোভ, গ্রেফতার ১২, আহত অর্ধ শতাধিক "। শুনেই মন- মেজাজ পুরা খারাপ হয়ে গেছে। কারন এতদিন পর আমি রিকশা বন্ধ হওয়ার আনুষ্ঠানিক খবর জানতে পারছি। আমার কাছে তো গত এক সপ্তাহ ধরেই মনে হচ্ছে যে রিকশা ধর্মঘট চলতেছে।

এই কয়দিন হাঁটতে হাঁটতে পা ব্যাথা হয়ে গেছে। প্রতিদিন সকালে আর দুপুরে রিকশা পাই। কিন্তু বাসায় ফেরার সময় যখন অনেক ক্লান্ত থাকি তখন একটা রিকশাও পাই না। যেই নীলক্ষেত মোড় সবসময় রিকশায় গম গম থাকতো সেখানে এখন একটাও রিকশা নাই। ভুল বলেছি মনে হয়।

চার- পাঁচটা চলমান রিকশা দেখতে পাওয়া যায়। সেগুলো মনে হয় অন্য এলাকা থেকে ঠিক করা এবং নীলক্ষেত হয়ে অন্যান্য এলাকায় যায়। এখন আর নীলক্ষেত থেকে রিকশা ঠিক করা যায় না কারন রিকশাই নাই। অথচ যাকেই আমি আমার দুর্দশার কথা বলতে গেছি সে পারলে হাসতে হাসতে গড়াগড়ি খায়। কেউ কেউ আবার এক কাঠি সরেস।

বলে, রিকশা জিনিসটা ঢাকা শহর থেকে উঠাইয়া নেয়া উচিত। এই জিনিসটার জন্য আধা ঘণ্টার রাস্তা যাইতে তিন ঘণ্টা লাগে। রিকশার জ্যাম এর কারনেই নিউ মার্কেট এর সামনে দিয়া যাইতে একঘণ্টা লাগে, রিকশা জিনিসটার জন্মই হইসে কাই কুই কইরা যেভাবে পারে জ্যাম লাগানোর জন্য, আরও অনেক কিছু ..............সেগুলা আর বললাম না। আরে ভাই বলবেই তো, হুজুগে বাঙালি না!!!!উনাদেরকে তো আর নিয়মিত রিকশায় চড়তে হয় না। আমারে চড়তে হয়।

তাই আর পাত্তা দিলাম না। আজকে যদি সরকার কিছু এলাকায় বাস চলাচল বন্ধ করতো তাহলে আমিও এক কাঠি সরেস হতাম। কারন আমিও হুজুগে বাঙালি !!!! প্রথম দুই -তিন দিন তো আমি আমার পোড়া কপাল মনে করে হাঁটা ধরছিলাম। কিন্তু হাঁটতে কি আর প্রতিদিন ভালো লাগে!! আসল ঘটনা এতো দিনে জানলাম। কে জানে আর কয়দিন থাকে এই অবস্থা।

আমার তো রিকশাই সম্বল। অন্যান্য যানবাহন আমার কাজে লাগে না। যাই হোক ,আমি মনে করছিলাম যে কোন কারণে শুধু মাত্র নীলক্ষেত থেকেই রিকশা হাওয়া হয়ে গেছে এবং ঢাকা শহরের অন্যান্য এলাকায় রিকশা ঠিকই চলে। এখন এই ভুল ভাঙল। আমার মতো ভুক্তভোগী ঢাকা শহরে আরও আছে চিন্তা করে এখন আগের চেয়ে একটু ভালো লাগতেছে!!!!!!! যাইহোক,রাস্তায় চলাফেরার জন্য আমার মতো আরও অনেকেরই রিকশাই সম্বল।

এখন একটাই কামনা যে রিকশা ধর্মঘট তাড়াতাড়ি শেষ হোক। রিকশা আবার ফিরে আসুক আমাদের নাগরিক জীবনে। আচ্ছা, ঢাকার আর কোন কোন এলাকায় রিকশা বন্ধ করা হয়েছে কেউ কী জানেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।