আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের আনন্দ ওদের কষ্ট - যদি রিয়েকশন হতো

হাতছানি দেয় দূরে কেউ আমারে

আমরা এই বিষয়গুলি অনেকেই জানি কিন্তু মানি না >> বৃষ্টিতে কেউ পরে গেলে আমরা অনেকে হেসে ফেলি কিংবা অনেকে অট্ট হাসি দিয়ে থাকি। কিন্তু যে পরে গেছে সে যতটুকু কষ্ট পেয়েছে, তার থেকে তিনগুণ বেশী কষ্ট পায় কেউ তার পরে যাওয়াতে হাসলে। >> কোন তোতলা ব্যাক্তি আমরা দেখা দেখি নকল করে থাকি। আসলে আমরা অনেকেই আছি তোতলা ব্যাক্তিদের সংগে যখন কথা বলি তখন তার নকল করার চেষ্টা করি। >> কোন পংগু লোকে যখন আমরা মজা উড়াই তখন অনেকেই চিন্তুা করি না সে কতটুকু কষ্ট পেল। >> কোন বন্ধুর দূর্বল পয়েন্টগুলো নিয়ে আমরা অনেকেই আনন্দ পেয়ে থাকি! কিন্তু খুব কষ্ট লাগে তার কিন্তু মুখে শুধু একটা মলিন হাসি সে দেয় কষ্টকে ঢেকে রাখার জন্য। >> অন্যর ভালবাসার মানুষ নিয়ে আমরা অনেকেই ঠাট্টা/বিদ্রুপ করতে ভালবাসি কিন্তু একটু চিন্তা করে দেখেন ঐ কথাগুলি রিয়েকশন হয়ে আপনাকে বলা হত। আসুন একটু চিন্তা করি.................. । কেন এরকম করি? এর উত্তর কি কেউ দিতে পারবে .................................?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.