আমাদের কথা খুঁজে নিন

   

"ভা-পা" তবে পিঠা নই কিন্তু

আমি কোনকিছুই সু-ভাবে প্রকাশ করতে পারি না।

চারিদিকে হই চই সাজ সাজ রব, কে কাকে করবে বধ সেটা নিয়ে সবাই সরব। কেউ বলে জিতবে পাকিস্তান আফ্রিদির বলে দেখবি টার্ন, আর, আকমলের ভাইদের "ইয়া" মারে ভারত বাড়ি যাবে কাঁদতে কাঁদতে। আবার, কারও বাজির ঘোড়া ভারত টেন্ডুলকারের হাতে তারা দেখতেই চাই কাপ, জহির আর যুবরাজের তোপে পাকি হবে কাত মাঠের সমর্থকরাও দিবে তাদের চাপ। আবার, সেই ভারত-পাকিস্তান নিয়ে সরব হয়েছে ব্লগসহ ফেসবুক, আসুন সবাই অংশ নিই বাকযুদ্ধে আর মজা করি খুব খুব খুব। আমি ভাইজান ভাপা পিঠা খেতেই আগ্রহী। কারণ ভারতের "ভা" আর পাকিস্তানের "পা" এই দুই দেশের নাম মিলে যে পিঠা সেটা যে এই জিবেজল আনা খেলাতে জনপ্রিয় হবে সেটা আর না বলাই ভালো। আসুন, ভা-পা খাই........ আর খেলা দেখি। ফলাফল যাই হোক আশা করি জম্পেশ ম্যাচ হবে ঠিক ভাপা পিঠের মতোই মুখরোচক। ৩০ তারিখ কবে যে আসবে.............

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।