আমাদের কথা খুঁজে নিন

   

ফরসা-কালো,লম্বা-বেঁটে,মোটা-চিকন সমাচার (জীবন থেকে নেয়া পোস্ট -2

:)

কেও ই সমালোচনার বাইরে না.....জি আজকে আমি গল্প করব লম্বা বেঁটে দের নিয়ে...আমাদের পরিবারের খাটোদের মাঝে আমি পরি ...আমার উচ্চতা ৫ ফিট ৬ ইঞ্চি ...আমার নানুমনি এখন ৫ ফিট ৫ ইঞ্চি ,বয়সের কারনে বলে বেঁটে হয়ে গেছে...আমার এই ধারনা ভাঙল যখন আমি বুঝতে আরম্ভ করলাম যে আমার আশে পাশে সবাই আমার থেকে ছোট(উচ্চতায়) ...। অনেকেই বলে লম্বা টা বলে আমাদের asset । কিন্তু আমার খালামনি( ৫ ফিট ৯ ইঞ্চি)কে কেও যদি একথা বলে বেচারি রেগে একদম রাগী বিল্লির মত হয়ে যায় লম্বা এবার জানুন কিছু dialogues লম্বা মেয়েদের জন্নে ঃ) ১। দানব ফ্যামিলি!!!!!!! নাজানি এগুলর জন্মের সময় তালগাছ এ উঠেছিল নাকি ওদের মা ঃ@ ২। তোর তো বুইটটা জামাই confirmed (:@) ৩।

এই শোন কোন দিন যদি দেখসি হিল পরসিশ ঠেং ভাঙ্গি হাতে দিব ৪। আছছা আপু আপনাকে সব ফ্ল্যাট স্যানডেল দেখাই??( কেন আমার কি হিল পরতে ইছছে করেনাঃ( ৫। এই খবরদার তুই রাস্তায় হাটার সময় ঢালু দিকে হাটবি ঃ@ঃ@ ৬। জামা কি আরেক্তু ছোট বানালি এবার ঃ(...। নাকি আরও বড় বটগাছ হছছিশ ৭।

ভাই রে ভাই এটা কি পাকিস্তানি (ঃ@ঃ@ঃ না আমি বাঙালি) ৮। খাইসে আমারে... শইরা দাড়া ...গায়ের ওপর বাস উঠলেও বাচবি...মাগার দ্বৈত্ত পরলে শেষ :'( বেঁটে ১। screw driver /boltu তো common name ২। ভাবির time pass er কোন চিন্তাই নাই...। তুই আছিশ না?????বাচ্চা কাচচার অভাব feel করেনাত ।

। ঃ( ৩। হায় হায় ...। অরে ধর ...যেই সাইজ ,কখন দেখবি গাড়ির তল দিয়া বাইর হয়ে গেসে ...। treat মিস হয়ে যআইব!!!!! ৪।

লম্বা বউ বিয়া করিস রে দোস্ত ......লিলিপুট বাচচা হইব নাইলেঃ( ৫। ভাই ৪-৫ বছরের বাচচার জামা দেন তো...kar jonne ????কেন তোর কি আরও ছোট লাগব হেহে ??(ঃ@ঃ@ঃ@) কাওকে কষ্ট দেবার জন্নে লিখিনি...। আমি নিজে মোটা আর কাল্লু কিন্তু এগুল শুনলে আমার কশ্ত হয়নি । । মজা পেয়েছি...হিহি করে হেসেছি...।

। কারন আমি জানি এগুল নেহাট মজার জন্নে বলা...। কিন্তু অনেকেই কিন্তু ইছছা করে মানুশ কে hurt করে...করিওনা...। ঃ@ঃ@ গ্রররররররররর......no one is perfect বুঝছ??????ঃ)... আজ এই পর্যন্তই ...। পরের গুলো পরে লিখবঃ)


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।