আমাদের কথা খুঁজে নিন

   

বীর হও



বন্ধু বন্ধু বন্ধু বীর, ভেঙ্গে ফেল ভয় প্রাচীর, যাদের ছায়ায় এই জীবন, হয়ে গেছে তীক্ত ক্ষীর, বন্ধু বন্ধু বন্ধু বীর। উষ্ণ ছায়ার শুষ্ক মন, বর্ষাতে সে হয় প্লাবন, ঢেউয়ে ভেঙ্গে চারিদিক, অথৈ জলে করছে ফিক, থাকবে না আর কোন তীর। বন্ধু বন্ধু বন্ধু বীর। আমার নেশা ভয়ংকর, থাকবে না আর কোন ডর, চলার সময় নতুন সুর, বেঁধে বেঁধে গড়ব নীড়, বন্ধু বন্ধু বন্ধু বীর। অগ্নি অগ্নি অগ্নি জ্বাল, যাক্ হয়ে যাক্ তাল-বেতাল, কার কি আসে যায় তাতে, আমরা হবো নয়া বীর, বন্ধু বন্ধু বন্ধু বীর।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।