আমাদের কথা খুঁজে নিন

   

পরমাণু বিকিরণের ঘটনা তদন্ত করবে জাপান

Striving for Excellence..................

ফুকুশিমা নিউক্লিয়ার প্লান্টে তেজস্ক্রিয় বিকিরণের উত্স খুঁজে বের করতে তদন্ত করার ঘোষণা দিয়েছে জাপান সরকার। মন্ত্রিসভার প্রধান সচিব ইউকিও এডানো বলেন, ফুকুশিমা দাইচি নিউক্লিয়ার প্লান্টে বিকিরণের প্রধান কারণ খুঁজে বের করতে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। ফুকুশিমায় পারমাণবিক চুল্লি-৩-এর পানিতে স্বাভাবিকের চেয়ে ১০ হাজার গুণ বেশি মাত্রায় তেজস্ক্রিয়তা ধরা পড়ার পর জাপান সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। এখনও যারা ফুকুশিমার ২০-৩০ কিলোমিটার এলাকার মধ্যে বসবাস করছেন, তাদের সরকারের পক্ষ থেকে স্বেচ্ছায় এলাকা ছেড়ে যেতে বলা হয়েছে। এসব এলাকায় এখন পর্যন্ত অধিবাসীদের ঘরের বাইরে বের না হওয়ার জন্য পরামর্শ দেয়া হচ্ছে।

এদিকে সরকারি তথ্য অনুযায়ী জাপানে ১১ মার্চের ভূমিকম্প ও সুনামিতে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে পুলিশ। যদিও বেসরকারি তথ্যানুসারে মৃতের সংখ্যা ইতোমধ্যে ১৫ হাজার অতিক্রম করেছে এবং এ সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এছাড়া ১৭ হাজার ৪৪৪ জন এখনও নিখোঁজ রয়েছে। গৃহহীন হয়ে পড়েছে হাজার হাজার নাগরিক। প্রায় ২ লাখ ৫০ হাজার লোক জরুরি আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন।

এদিকে জাপানের ক্ষতিগ্রস্ত পরমাণু বিদ্যুত্ কেন্দ্রের দ্বিতীয় অন্য একটি পরমাণু চুল্লিতে উচ্চমাত্রার তেজস্ক্রিয় পানি শনাক্ত হয়েছে। এতে কেন্দ্রটিতে শক্তিশালী ভূমিকম্প ও সুনামি আঘাত হানার দুই সপ্তাহ পর তেজস্ক্রিয়ার দূষণ তীব্রতর হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার সবচেয়ে ক্ষতিগ্রস্ত ৩নং চুল্লি শীতল করার চেষ্টাকালে তিনজন কর্মী চুল্লির স্বাভাবিক মাত্রার চেয়েও ১০ হাজার গুণ বেশি মাত্রার তেজস্ক্রিয়তায় আক্রান্ত হলে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তেজস্ক্রিয় দূষণাক্রান্ত পানিতে হাঁটার পর তাদের হাসপাতালে ভর্তি করা হয়। পরমাণু কেন্দ্রটির তেজস্ক্রিয় বিকিরণ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ৭শ’ প্রকৌশলী দুই সপ্তাহ ধরে দিন-রাত চেষ্টা চালাচ্ছে।

এতে কেন্দ্রটি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।