আমাদের কথা খুঁজে নিন

   

জরুরী ভিত্তিতে ফিহা সমীকরণের সমাধান প্রয়োজন!



পিকুর মন খারাপ আজ। ছাদে দাড়িয়ে আছে একা। পিকু অন্ধকার ভয় পায়। মন খারাপ থাকলে ভয় পায় না। আম্মুর বকায় পিকুর খুব মন খারাপ, তাই ভয় পাচ্ছে না।

পিকু ভালো ছেলে। আম্মুর কথা শোনে সবসময়, চকলেট খায় না, আইসক্রিম খায় না, ইচ্ছে হলেও খায় না। আম্মু কম্পিউটারের সিপিউ খুলতে মানা করেনি তবু আম্মু আজ বকেছে পিসি খুলে লন্ডভন্ড করায়। আরেকটু সময় পেলে ঠিক করে দিতে পারতো পিকু কিন্তু আম্মু দেয়নি আর। কম্পিউটার অর্থ হিসাবযন্ত্র।

ক্যালকুলেটরেও হিসেব করা যায় তবে বড় অঙ্ক করা যায় না। বড় অঙ্ক করতে কম্পিউটার বুঝতে হবে। আরো বড় অঙ্ক করতে সুপার কম্পিউটার প্রয়োজন। পিকুকে একটা সুপার সুপার কম্পিউটার বানাতে হবে। পিকুকে অনেক বড় অঙ্ক করতে হবে।

ফিহার চতুর্থ মাত্রার সমিকরণের সমাধান করতে অনেক বড় অঙ্ক করতে হবে। এই সমীকরণের সমাধান করতে পারলেই জানা যাবে অমরত্বের সূত্র। ‘ফিহা সমীকরণ’ বইতে পড়েছে পিকু। পিকুর বাবা অনেকদিন বাসায় ফেরে না। পিকুকে জড়িয়ে ঘুমায় না।

বাবা হাসপাতালে অনেকগুলো যন্ত্রপাতির মাঝে ঘুমায়। পিকু বাবাকে ছুঁতে পারে না, পাপ্পি খেতে পারেনা। বাবা একটা কাঁচ ঘেরা রুমে ঘুমায় হাসপাতালের। পিকু আর আম্মু দেখতে যায় বাবাকে প্রতি রবিবার সকালে। আম্মু বলেছে বাবা আকাশের তারা হয়ে যাবে।

মানুষ মরে গেলে আকাশের তারা হয়ে যায়, জানে পিকু। মরে যাওয়া ঠেকাতে পিকুকে ফিহার চতুর্থ মাত্রার সমীকরণ সমাধান করে অমরত্বের সুত্র বের করতে হবে। আকাশের তারা হয়ে যাওয়া বাবাকে পিকুর ভালো লাগে না, কাঁচঘেরা ঘরে ঘুমিয়ে থাকা বাবাকেও না। আম্মুকে সেই কাঁচে চোখ রেখে কাঁদতে দেখতেও ভালো লাগে না, একদমই ভালো লাগে না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.