আমাদের কথা খুঁজে নিন

   

ভাংচুর-আগুন গাজীপুরে



বাসচাপায় সহকর্মী নিহত হওয়ার পর গাজীপুরে পোশাক শ্রমিকরা রাস্তায় নেমে অন্তত চারটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে। ভাংচুর করেছে অর্ধশত গাড়ি। রোববার সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-গাজীপুর সড়কের নলজানি এলাকায় একটি বাস কয়েকজন শ্রমিককে চাপা দেয়। এতে এক জন ঘটনাস্থলেই মারা যায় বলে পুলিশ জানিয়েছে। আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্ঘটনার কিছু সময় পরই সড়কে নেমে আসে ওই এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকরা। এরপর ঢাকা-ময়মনসিংহ সড়কেও পোশাক শ্রমিকরা নেমে অর্ধশত গাড়ি ভাংচুর ও চারটি বাসে আগুন ধরিয়ে দেয়। পোশাক শ্রমিকরা গাড়ি ভাংচুর ও আগুন ধরানোর পর পরিবহন শ্রমিকরাও লাঠিসোঁটা নিয়ে রাস্তায় নামলে দুই পক্ষে সংঘর্ষ বেঁধে যায়। এ কারণে সকাল সাড়ে ৮টা থেকে সড়কে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। বন্ধ হয়ে গেছে দোকান-পাটও।

(গাজীপুর, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।