আমাদের কথা খুঁজে নিন

   

আনন্দে আয়ু বাড়ে



দ্য বেঙ্গলি টাইমস ডটকম ইতিবাচক মানসিকতা পোষণ ও আনন্দে থাকলে দীর্ঘায়ু হওয়া যায়। শুধু মানুষ নয়, অন্যান্য প্রাণীর জন্যও এ কথা প্রযোজ্য বলে দাবি করেছেন গবেষকরা। ১৬০টির বেশি গবেষণার ফল পর্যালোচনা করে মঙ্গলবার 'অ্যাপ্লাইড সাইকোলজি : হেলথ অ্যান্ড ওয়েল-বিইং' জার্নাল এ তথ্য প্রকাশ করে। খবর আইএএনএসের। গবেষণায় আটটি ভিন্ন ১৬০টিরও বেশি গবেষণা ফল পর্যবেক্ষণ করা হয়।

এগুলোতে মানুষ ও অন্যান্য প্রাণীর ওপর দীর্ঘমেয়াদে বিভিন্ন পর্যবেক্ষণ ও পরীক্ষা চালানো হয়। এতে দেখা গেছে, ইতিবাচক দৃষ্টিভঙ্গির অধিকারী হলে ও আনন্দে সময় কাটালে স্বাস্থ্য ভালো থাকে এবং দীর্ঘায়ু হওয়া যায়। এমনকি অতিরিক্ত স্থূলতায়ও এ সম্ভাবনা বেশি। গবেষণাটি নেতৃত্বদানকারী ইউনিভার্সিটি অব ইলিনয়েসের প্রফেসর ইমেরিটাস অ্যান্ড ডাইনার বলেন, বিভিন্ন সময়ে করা গবেষণাগুলোর ফলের ধারাবাহিকতা দেখে আমি খুবই অবাক হয়েছি। দু'একটি ছাড়া বেশিরভাগ গবেষণার ফলই বলে দেয়, আনন্দে থাকার সঙ্গে দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের সম্পর্ক গভীর।

গবেষণাগারেও দেখা গেছে, ইতিবাচক মনোভাব শরীরের হরমোন নিঃসরণে তারতম্য ঘটায় ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এমনকি হৃদরোগ থেকেও রক্ষা করে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।