আমাদের কথা খুঁজে নিন

   

ছোট মুখে বড় কথা !!!!!!!!!!!!!!!!!!!

"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে", "এ্যান্টি ব্লগারদের ঘৃণা করুন", "দাঁতভাঙ্গা জবাব দেন", "অশ্লীল মন্তব্যকারীর বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলুন", "প্রয়োজনে তাদেরকে ব্লক করুন" সাঈদীর ফাঁসির রায় ঘোষনার পর থেকে তাঁকে নিয়ে বিভিন্ন অনলাইন মিডিয়ায় নানান রসালো ঘটনা প্রকাশিত হচ্ছে। কারা এগুলো ঘটাচ্ছে। আমি মনে করি, এই ঘটনাগুলো যে কেউই ঘটাতে পারে। হতে পারে এটি আওয়ামীলীগ সমর্থিত, অথবা বি এন পি সমর্থিত এমনকি জামাত-শিবির সমর্থিত। আওয়ামীলীগ সমর্থিতরা এগুলো ঘটাতে পারে সাঈদীকে অসম্মান বা হেয় করার জন্য, অপরদিকে বি এন পি বা জামায়াত-শিবির এগুলো ঘটাতে পারে মানুষের সহানুভূতি আদায়ের জন্য।

একটু চিন্তা করলে দেখবেন, আপনি যদি কোন অন্যায় করেন, আর আপনার বাবা যদি আপনাকে শাস্তি দেন, তাহলে কেউ আপনার বাবাকে কিছু বলেননা, কারণ তিনি আপনাকে শাস্তি দিচ্ছেন। কিন্তু শাস্তির পরিমাণ যদি বেশী হয়ে যায়, মাত্রাতিরিক্ত হয়ে যায়, তাহলে পরিবারের অন্য সবাই বলে ওঠে, ওকে আর মেরোনা, অনেক হয়েছে বলে আপনাকে শাস্তির হাত থেকে বাঁচানোর চেষ্টা করেন। বাস্তবেও দেখা যাচ্ছে যে, সাঈদী কে নিয়ে যে ঘটনাগুলো প্রকাশিত হচ্ছে, তাতে সাঈদীর প্রতি অনেক বিবেকবান মানুষের সহানুভূতি জাগছে। তাতে এক দিকে যেমন ঘটনকারীর সমালোচনা হচ্ছে, তেমনি অন্যদিকে সরকারেরও বদনাম হচ্ছে, কারণ সবার মুখেই একটি কথা, এই সমস্ত ঘটনকারীকে ধরা এবং শাস্তি দেওয়া ওয়ান-টু’র ব্যাপার। তাহলে সরকার এই সমস্ত ঘটনকারীর বিরুদ্ধে কেন কোন ব্যবস্থা নিচ্ছে না ? তাহলে কী এতে সরকারের নীরব সমর্থন রয়েছে ?????????????? সরকারের মঙ্গলের জন্যই বিষয়টি তুলে ধরলাম।

জয় বাংলা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।