আমাদের কথা খুঁজে নিন

   

দে হাততালি,বাউন্ডারি বাউন্ডারি আর ছক্কা ছক্কা বলে

জীবন কিন্তু একটাই

ইতিহাসের একটা সময় ছিল যখন বাঙালি ছিল একটি জাতি আজ বাঙালি নেহাতই একটি রাজনৈতিক উপাধি আর,বাঙালির আনন্দ উৎসবের মাস ফেব্রুয়ারি ঘৃণ্য রাজাকারের পোস্টার-স্টীকার-ধিক্কার সবই শোভা পায় এ আনন্দমেলায় পাশাপাশি ইমরান খান আর পেয়ারা পাকিস্তানের ক্রিকেটারের পোস্টারও ঝোলে দোকানে দোকানে প্রগতিশীল বাঙালি দু'রাত ঘুমাতে পারেনি পাকিস্তানের ক্রিকেটারদের ব্যর্থতার কথা চিন্তা করতে করতে অথচ তারা খবর রাখেনা যে...তার দু'লক্ষ মা-বোন আজো,আজো কাঁদে পাকিস্তানের কত পতিতালয়ে সেথায়,একাত্তরের ঘাতক সন্তানাদি আজো নির্মম ধর্ষণ চালায় পরাজয়ের প্রতিশোধ হিসেবে আর,তুই!...শালা আঙুলচোষা বাংলাদেশী দে হাততালি,বাউন্ডারি বাউন্ডারি আর ছক্কা ছক্কা বলে (গীতিভাষণ-ফিডব্যাকঃসংক্ষেপিত)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।