আমাদের কথা খুঁজে নিন

   

তবে কোন দলকে সমর্থন করবেন?



ক্রিকেটে পাকিস্তানের খেলার প্রসঙ্গ আসলেই আমাদের মধ্যে একটা গোলমাল বেধে যায় যে পাকিস্তানকে সমর্থন করা যায় কিনা। যারা এর বিরুদ্ধে বলেন, তাদের একটা যুক্তি আছে বৈকি। যারা আমাদের উপর এত অত্যাচার করেছে, জুলুম করেছে, জঘন্যতম অপরাধগুলো করেছে তাদের আমরা সমর্থন দিই কি করে? ঠিক, খুব ঠিক। তাহলে পরবর্তী প্রশ্ন, তবে কোন দলকে সমর্থন করব? বিশ্লেষণ করেই দেখা যাক, কোন দলকে সমর্থন করা যায়। ভারতকে দিয়েই শুরু করা যাক।

ভারতকে কি সমর্থন করা যায়? তারা তো আমাদের স্বাধীনতা যুদ্ধে সর্বত সহযোগীতা করেছে, তবে নয় কেন? কিন্তু বিষয়টা কি এতই সরল-সোজা! সেই সহযোগীতার বিনিময়ে কি তারা আমাদের সাথে যা ইচ্ছা তাই করতে পারে। উদাহরণের তো অভাব নেই; ফারাক্কার দিকে তাকাই! এটাই কি সহযোগীতা এবং বন্ধুত্বের নমুনা? নতুন করে টিপাই মুখ বাঁধ হচ্ছে। তখন সিলেট এবং এর আশেপাশের অবস্থা কি হবে? বেরুবাড়ী সেই কবেই বেরিয়ে গেছে, কিন্তু বিনিময়ে যে তিনবিঘা আমাদের পাওয়ার কথা ছিল সেটা আমরা পেয়েছি কি? আমরা যারা মূল ভূখন্ডে বাস করি তারা না জানলেও দহগ্রাম-অঙ্গরপোতাবাসী জানে। পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্নতাবাদী শান্তি বাহিনীকে কি ভারত সাহায্য-সহযোগীতা করেনি? ফেলানীর রক্ত তো এখনও শুকায়নি! স্বাধীনতার পর থেকে এ অবধি কত ফেলানীকে তারা ফেলেছে তার হিসাব এবং দায়-দেনা কিভাবে মেলানো হবে? ভারতের সাথে আমাদের বাণিজ্যের যে বৈষম্য তার জন্য কি বাংলাদেশের ব্যবসায়ীদের অযোগ্যতাই দায়ী? তা কিন্তু নয়। যারা ভারতের সাথে বাণিজ্যের চেষ্টা করেছেন তারাই জানেন ভারত কত ভাবে অশুল্ক বাধা (Non-tariff Barrier) তৈরী করে রেখেছে।

রহিম আফরোজ ব্যাটারীজ ভারতের বাজারে প্রবেশের চেষ্টা করেছিল এবং ভালো রেসপন্স পেয়েছিল। তখন ভারত রহিম আফরোজ ব্যাটারীজ-এর বিরুদ্ধে Anti-Dumping Act-এর অধীনে Anti-Dumping Duty আরোপ করে যা রহিম আফরোজ ব্যাটারীজ-কে প্রতিযোগীতা থেকে ছিটকে ফেলে। পরবর্তীতে WTO-তে এ নিয়ে মামলা হয় এবং রায় রহিম আফরোজ-এর অনুকুলে যায়; কিন্তু ততদিনে বাজার অন্যরা দখল করে নিয়েছে। এটা একটা উদাহরণ মাত্র। এবার ভারতের সাথে অন্যদের সম্পর্কের অবস্থা দেখা যাক।

কাশ্মীর-এর প্রতি ভারতের অন্যায়-অত্যাচার কি আমরা জানি না। ভূ-স্বর্গ কাশ্মীর কি আর ভূ-স্বর্গ আছে? ভারত কি সিকিম এবং গোয়া দখল করে নেয় নি? এরকম একটি আগ্রাসী দেশকে আপনি কি সমর্থন করবেন? ভেবে দেখুন। আসুন, এবার ইংরেজদের একটু চেখে দেখি। অমন ধবধবে রাজপুত্তুর সব, ক্রিকেটের জনক, সমর্থন না দিয়ে পারা যায়! তাই? ভুলে গেলেন তারা আমাদের কিভাবে শোষণ করেছে দুইশত বছর! বিস্তারিত আলোচনার আর কি প্রয়োজন আছে? তবে কোন দলকে সমর্থন করব। দক্ষিণ আফ্রিকা! নিশ্চয়।

ম্যান্ডেলার দেশ, কালো মানুষের দেশ! আস্তে, একটু রয়ে সয়ে। কালো মানুষদের সাথে তাদের বন্ধুত্ব হল কবে থেকে? ম্যান্ডেলা ছাড়া পেল কবে? নিশ্চয় ভুলে যান নি এ দেশের মানুষও তার মুক্তির জন্য সাক্ষর সংগ্রহ করেছে; আমিও সাক্ষর করেছিলাম। কালোদের প্রতি দক্ষিণ আফ্রিকার শেতাঙ্গদের ঘৃণা এবং অত্যাচার মাত্র এই নিকট অতীতের কথা। ভুলে যাবেন না, এই দোষে ICC তাদের নিষিদ্ধ করে রেখেছিল দীর্ঘদিন। এত তারাতারি PW Botha এবং গংদের ক্ষমা করে দেবেন? নিজের বিবেককে জিজ্ঞেস করুন না।

আচ্ছা বাদ দিন। দল তো আরো আছে। নিন, অষ্ট্রেলিয়াকে নিয়েই তুষ্ট থাকুন। তবে বলে রাখি, অষ্ট্রেলিয়ার সংবিধান অনুসারে এক সময় কিন্তু সেই দেশে আদিবাসীদের মানুষ হিসেবেই গণ্য করত না। ১৯৬৭ সালের আগের শুমারীতে আদিবাসীদের গণণার মধ্যেই ধরা হয় নাই! মাত্র এই সেদিন (২০০৮) অষ্ট্রেলিয়ান সরকার আদিবাসীদের প্রতি অন্যায়-অত্যাচারের জন্য দুঃখ প্রকাশ করেছেন।

এবং অতি সম্প্রতি (২০১০) তারা সাংবিধানিকভাবে আদিবাসীদের স্বীকৃতি দেওয়ার চিন্তা-ভাবনা করছে। এখনও দেয়নি কিন্তু! আর এটা জানেন তো, অষ্ট্রেলিয়ায় ব্রিটেন কর্তৃক কলোনি স্থাপনের মূল উদ্দেশ্যই ছিল দাগী আসামীদের সেখানে রাখা! কি মনে হয়, এদের সমর্থন করা যায়? ওহ্‌ ভালো কথা, তাদের দেশের আদিবাসীদের খোঁজ-খবর না রাখলেও, তারা কিন্তু আমাদের দেশের উপজাতিদের ভালোই খোঁজ রাখে। শুধুমাত্র আমাদের দেশের উপজাতিদের জন্যই AusAid-এর বিশেষ Scholarship আছে! রবার্ট মুগাবের জিম্বাবুয়েকে সমর্থন করতে চান? তাদের দেশের খেলোয়াররাইতো দেশের হয়ে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল এই কিছু দিন আগে! তার পর থেকেই সে দেশের ক্রিকেটের বেহাল দশা। অনেক দেশ এবং খেলোয়ারই সেখানে পরবর্তীতে খেলতে আস্বীকার করেছে। মনে আছে তো? আর বাকী থাকল কি? নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা! অষ্ট্রেলিয়ার আদিবাসীদের তাও কিছু খোঁজ আছে, কিন্তু নিউজিল্যান্ডের মাউরিদের অবস্থা কি? প্রাপ্ত তথ্যে দেখা যায় ১৯৮৫ সালে Treaty of Waitangi-কে পুনরজ্জীবিত করা হয় এবং মাওরিদের তাদের প্রতি অন্যায়-অবিচারের জন্য ক্ষতিপূরণ দেওয়া হয়! যে Treaty স্বাক্ষর হয়েছিল ১৮৪০ সালে এবং ইউরোপিয়ানরা সেই Treaty না মেনে যুদ্ধে নেমে পড়ে; ফলে প্রাণ হারিয়েছিল অনেক মাউরি।

আপনি প্রাণের বিনিময় মূল্য কত নেবেন? কাজেই নিউজিল্যান্ডকে সমর্থন করতে চাইলে নিজ দায়িত্বে করুন। শ্রীলঙ্কা; অনেকেরই প্রিয় দল। ’৯৬-তে বিশ্বকাপ জেতার পর থেকে ভালো অবস্থাতেই আছে। কিন্তু প্রশ্ন হল, সম্প্রতি তামিল টাইগারদের যেভাবে নির্মূল করা হল, তা নিয়ে কিছু প্রশ্ন উঠেছে! তামিল টাইগারদের কথা আসলে আবার ভারতের কথাও এসে পড়ে! যা হোক সেদিকে আর না যাই। কিন্তু এত বিচার বিশ্লেষণের পর আমাদের প্রাপ্তিটা কি? দলই তো খুঁজে পাওয়া যাচ্ছে না।

আছে অবশ্য, ওয়েষ্ট ইন্ডিজ। কি আর করা, আসুন তবে, এই সবেধন নীলমণিকে নিয়েই সন্তুষ্ট থাকি। মার্চ ২৬, ২০১১ সেম্বাওয়াং ড্রাইভ, সিঙ্গাপুর বিস্তারিত জানতে দেখতে পারেনঃ ১। Australia moves to recognize Aborigines in constitution, Click This Link ২। On May 27, 1967, the Australian people as a nation, and in each of the six states, voted overwhelmingly to amend section 51(xxvi) and delete section 127 (which explicitly excluded Aborigines from the census). Click This Link ৩।

Indigenous Rights and the Australian Constitution - A Litmus Test for Democracy, Click This Link ৪। On January 18, 1788 a British fleet of 12 ships landed at Botany bay on the eastern coast of Australia, the purpose of the expedition was to start a colony which would double as a prison for Britain's worst criminal offenders. The ships were carrying 1530 people, 736 of which were convicts. http://siekman.tripod.com/british.html ৫। Conflicts continued until 1840. In that year the Marois signed the Treaty of Waitangi, giving up their national sovereignty to the British Crown to become a colony, in exchange for protection and guaranteed ownership of traditional Maori lands. Unfortunately, the Europeans did not abide by the treaty and war ensued in 1860, resulting in the loss of many Maori lives. ... In 1985, the Treaty of Waitangi was revised and reparations were paid to the Maoris for injustices done by Euopeans; http://hubpages.com/hub/Aborigines-New-Zealand ৬। PW Botha was also known as Die Groot Krokodil (Afrikaans for ‘The Big Crocodile’); http://en.wikipedia.org/wiki/P._W._Botha 7. Click This Link 8. Zimbabwe team-mates Henry Olonga and Andy Flower staged a black arm protest at their game against Namibia, a symbolic gesture which they claimed was intended to "mourn the death of democracy" in their country. Click This Link যোগদিনঃ No to Tipaimukh Dam: Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।