আমাদের কথা খুঁজে নিন

   

অনলাইন আয়ঃ একটি সহজ প্রশ্ন... উত্তরের অপেক্ষায় আমরা হাজার হাজার দর্শক!!



আসলে বাঙ্গালির চরিত্রে কোন দিন এমন তো দেখা যায়নি- " আমি এই পথে হাজার হাজার টাকা ইনকাম করছি তুমিও করো। তোমাকে পথ দেখিয়ে দিচ্ছি। তাতে আমার কোন লাভ নেই। " কখনও কি এরকম হয়েছে? কিন্তু ইদানিং প্রায় ব্লগ সাইটে এবং অন্যান্য সামাজিক যোগাযোগ সাইটে শুধু একটি কথা বলতে বলতে কিছু ব্লগারের মুখে ফেনা উঠে গেলো। তাও আবার নিজের কোন লাভ না দেখেই।

এতোটা জনসেবা! এর কোন অর্থই আমি খুঁজে পাচ্ছিনা। অবাক কান্ড। হঠাৎ করে মানুষ এতো পরোপকারী হয়ে গ্যালো কেন? এখন প্রশ্নটা হচ্ছে, আপনি যদি নেট থেকে ভালো টাকা ইনকাম করতে পারেন এবং আপনি এটা কাউকে শিখিয়ে দিতে চান তাহলে ব্যক্তিগত ভাবে প্রাইভেট টিউটরের কাজ করছেন না কেন? কেউ শিখাবেন আমাকে? যিনি কমপক্ষে মাসিক ৫,০০০/- টাকা ইনকাম করছেন এবং বলতে পারবেন আমি করতে পারবো তাহলে আপনার ঠিকানা দেন। আমরা ব্লগের অনেকে আপনার কাছে গিয়ে, আপনাকে উপযুক্ত সম্মানী দিয়ে শিখে আসবো। এব্যাপারে কোন প্রতিষ্ঠানের কথা বলবেন না প্লিজ, কারণ আমরা বাঙ্গালীরা জানি এই রকম কতো ভুয়া প্রতিষ্ঠান অনেক কথা বলেই লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে।

আপনি প্রাইভেট পড়ানোর মতো করে পড়াবেন, প্রাকটিকাল দেখিয়ে দিবেন। প্রথম মাসে ৪-৫ হাজার টাকা ইনকাম হলে আপনাকে আপনার কাজের জন্য যথেষ্ট পারিশ্রমিক দিয়ে দিবো। দেশের যে কোন প্রান্তে থাকুন, আমাকে জানান। প্রয়োজনে মোবাইলে কথা বলে আরও বিস্তারিত সমস্যা সমাধান করে অনলাইন আয় শিখবো। অযথা এইসব আয়ের পোষ্ট এতো বেশি দিয়েন না।

আপনারা কি বলেন, মাত্রাতিরিক্ত হয়ে যাচ্ছে না কি এই "অনলাইন আয় বিষয়ক পোষ্ট?"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।