আমাদের কথা খুঁজে নিন

   

আজ ২৬শে মার্চ আমরা কি সত্যি স্বাধীন ?

রাত্রি ক্লান্ত জীন শীন আঁধো চাদের আলো পিচ ঢালা পথ কখনো ধুসর কখনওবা কালো সারাটা পথ জুড়ে আমি একা

আজ ২৬শে মার্চ। ৭১ এর এ দিনেই পাকিস্তানী হানাদার এবং তাদের শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়াবার, বিশ্বের বুকে স্বাধীন একটা মাত্রচিত্রের জন্য আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসে স্বাধীনতার। আর এ ডাকে সাড়া দিয়ে বাংলার দামাল ছেলে-বুড়ো, কিশোর-তরুণ নির্বিশেষে ঝাপিয়ে পড়ে স্বাধীন এক পতাকার জন্য, লাল সবুজের একটি চিহ্নের জন্য। গঠিত হয় মুক্তিবাহিনী। একটি প্রশিক্ষণ প্রাপ্ত সামরিক হানাদার বাহিনীকে মাত্র ৯ মাসের মধ্যেই পরাজিত করে আমাদের দেয় স্বাধীন এক দেশে, স্বাধীন এক জাতি। আজ যাদের রক্তের বিনিয়মে স্বাধীন জাতি, তাদের আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি, তাদের বিদেহী আত্মার মাগফেরাত করি। প্রার্থনা করি যে লক্ষ্য আর স্বপ্ন নিয়ে তারা সেদিন দেশের জন্য লড়েছিল তা যেন বাস্তবায়ন হয়। আমাদের দেশে যেন সমৃদ্ধ এবং শান্তি পূর্ন একটা দেশে দিকে এগিয়ে যায়। কিন্তু স্বাধীনতার ৪০ বছর পর মনে হয় "এখনো কি আমরা সত্যি স্বাধীন"?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।