আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের কৃতজ্ঞতাবোধ, , ,



শাহবাগের আজিজ সুপার মার্কেটে কোন প্রটিস্ঠানে গ্রাফিক ডিজাইন এর কাজ করেন এমন একজনের সাথে দেখা করি পরিচিত ভদ্র লোকের কথায়। হেতু;আমার ব্যবসা প্রটিস্ঠানটিতে আরোও গতিসঞ্চার করতে একজন গ্রাফিক ডিজাইনার প্রয়োজন যিনি সুন্দর কাজ জানেন এবং ক্রেতাগণকে সন্তুষ্ট করতে মিষ্টি কথাও জানেন। পরিচয়,স্বল্প-গল্প,হেতু বর্ণনা করে শেষটায় জানালাম একজন গ্রাফিক ডিজাইনার যেন পাই ঠিক আপনার মতই। এসব গত পরশু রাতের কথা। আজ মুঠোফনে সেই সুদক্ষ ডিজাইনারের যে আপডেট পেলাম; "ভাই,সবকিছু মিলিয়ে পাওয়াতো কঠিন তবে খোঁজছি।

এমন কাউকে পেতে বেতনও লাগবে বেশি। তবে আপনার যেহেতু জরুরি দরকার চাইলে আমাকেও নিতে পারেন। এখানে যা পাই তার চেয়ে কিছুটা বেশি দিলেই চলবে, আপনাকে আমার খুবই ভাল লেগেছে। " বললাম; আপনাকে পেলে তো ভালই হতো কিন্তু হঠাৎ এভাবে চলে এলে যেখানে চাকুরি করছেন তারা তো বিপদে পড়বেন। মিষ্টিভাষী সুদক্ষ ডিজাইনার বললেন; "ভাই,টাকার জন্যই সব।

টাকা বেশি পাব তো চলে আসব। " পরে কথা বলব জানিয়ে ফোনটা রেখে দিলাম। হরহামেশা এমন অকৃতজ্ঞতাসুলভ কথা শুনে এখন আর আশ্বর্য হইনা। ভাবছি এই অকৃতজ্ঞ লোকটির চাকুরিদাতার মঙ্গল-অমঙ্গল পরে ভাবা যাবে তবে নিজেরটা ভাবতে হবে এখনই। এখন অন্য কোন গ্রাফিক ডিজাইনার খোঁজছি যার কাজে দক্ষতা, কথায় মিষ্টতা আর মানসিকতায় কৃতজ্ঞতাবোধ থাকবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।