আমাদের কথা খুঁজে নিন

   

অল্টার-রক চলে নাকি? আসেন তাহলে, Hypnogaja’র গান শুনে যান!

শারদশশীর অনন্ত অপেক্ষায় তোর চোখের সবুজ রঙ আকাশনীল হয়ে গেলে ঠিক ধরে নিস আমি হারিয়ে গেছি ঘাসেদের দলে...
Hypnogaja আমেরিকান রক ব্যান্ড। এরা অল্টারনেটিভ রক মিউজিক করে। প্রথমে একটা স্টুডিও প্রোজেক্ট হিসেবে এদের যাত্রা শুরু হলেও পরে ব্যান্ড হিসেবে আত্নপ্রকাশ করে এরা। উইকি তে এদের ব্যপারে সব কিছুই লেখা আছে। কষ্ট করে নিজে পড়ে নিয়েন। লিখতে পারতাম না। এদের মোট ৫ টা স্টুডিও অ্যালবাম আছে। 1999: Revolution 2002: Post-Hypnotic Stress Disorder 2003: Kill Switch 2005: Below Sunset 2009: Truth Decay এবারে চলুন এদের একটা গান শুনে আসি Here comes the rain again Here comes the rain again Falling on my head like a memory Falling on my head like a new emotion I want to walk in the open wind I want to talk like the lovers do I want to dive into your ocean Is it raining with you? Talk to me, like lovers do Walk with me, like lovers do Talk to me, like lovers do... গানটা ভাল্লাগসে না? না লাগলে নাই! আর ভাল্লাগলে এদের অ্যালবাম গুলি নামায় শুনে ফেলেন। টরেন্টে সার্চ দিলেই পাইবেন। যারা আগেই এদের গান শুনে ফেলসেন, তাদের এই পোস্ট টা না পড়লেও চলত... পইড়াই যখন ফেললেন, মাইনাচ তো আর দিতে পারবেন না! তাইলে একখান পিলাচ দিয়া যাইতে ভুইলেন না!
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।