আমাদের কথা খুঁজে নিন

   

১৪ সেকেন্ডেই নৃশংস খুন

ঈদের কেনাকাটায় মুখর বিপণিবিতান। সড়কে তখনো যানবাহন ও মানুষের আনাগোনা। গাড়ি থেকে নেমেই বিপণিবিতানে ঢুকছিলেন কালো পাঞ্জাবি পরা এক ব্যক্তি। আর মুঠোফোনে কথা বলতে বলতে বিপণিবিতান অতিক্রম করছিলেন সাদা পাঞ্জাবি পরা এক যুবক। কাছাকাছি হতেই যুবকটি ওই ব্যক্তির মাথা লক্ষ্য করে গুলি করেন।

সড়কে ছিটকে পড়েন তিনি। তবু যুবক থামেননি। চালাতে থাকেন এলোপাতাড়ি গুলি। সঙ্গে যোগ দেন মোটরসাইকেলে আসা আরও কয়েক যুবক। কিছুক্ষণ পর মোটরসাইকেলযোগে তাঁরা পালিয়ে যান।

সড়কে পড়ে থাকে নিথর নিস্তব্ধ একটি দেহ।
সড়কে পড়ে থাকা ব্যক্তির নাম রিয়াজুল হক খান ওরফে মিল্কি (৪২)। তিনি ঢাকা মহানগর যুবলীগের (দক্ষিণ) সাংগঠনিক সম্পাদক। গত সোমবার গভীর রাতে গুলশানের একটি বিপণিবিতানের সামনে মাত্র ১৪ সেকেন্ডেই ওই যুবকেরা গুলি করে তাঁকে হত্যা করেন। এ ঘটনায় রাতেই মহানগর যুবলীগের (দক্ষিণ) যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ সিদ্দিকী তারেকসহ ছয়জনকে গ্রেপ্তার করে র‌্যাব।


ওই বিপণিবিতানে থাকা ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরায় ধারণ করা দৃশ্য থেকে হত্যাকাণ্ডের বিবরণ পাওয়া গেছে।
একই রাতে রাজধানীর হাজারীবাগে গুলি করে হত্যা করা হয় বিএনপির ওয়ার্ড নেতা জসিমউদ্দিনকে। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন দুই কথিত ছিনতাইকারী। আর গতকাল কোতোয়ালি ও কদমতলীতে খুন হন দুই ব্যক্তি। ।

সোর্স: http://www.prothom-alo.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।