আমাদের কথা খুঁজে নিন

   

__ চেনা- অচেনা কিংবা মধ্যবর্তী !!! __

‘কিছুটা তো চাই– হোক ভুল হোক মিথ্যে প্রবোধ, অভিলাষী মন চন্দ্রে না পাক, জ্যোৎস্নায় পাক সামান্য ঠাঁই কিছুটা তো চাই, কিছুটা তো চাই… ‘
# বাইরে‬ তো কেউ নিঃসঙ্গ নয়! ভেতরটা খোঁজো , ভেতরে..... থরে থরে রাশি রাশি সাজানো নিঃসঙ্গতা সেসব সবসময় একলাই পড়ে রয়! # চোখ‬ বন্ধ করে যদি বেঁচে থাকা যেতো! নাহ স্থায়ী অন্ধত্ব নয়... সাময়িক প্রয়োজন শেষে, আর বাহুল্য সময়ের অন্ধত্ব! সমাজের দুমুখো রুপ দেখে দেখে বড় ক্লান্ত এ মগজ । একটু শান্তি চাই একফোটা ঘুম!! # বুঝি‬ হৃদয়ের চেয়ে তোমাদের কাছে, চোখের আরামটাই হয়েছে অনেক দামি! # মনে করো এক গ্লাস 'অবহেলার' ভেতরে একফোটা 'যত্ন' ফেলে দিলে! কিছু কি তাতে যায় আসে বলো! এক পুকুর অবজ্ঞায় জলে, এক বালতি স্তুতি.. কিছু কি বদলায় তাতে!! আচ্ছা বলোতো, এতো এতো ধারালো উঠতি রুপ এর মাঝে একটা পুরোনো ভোঁতা বিচ্ছিরি কালো তিল... এটা নিরাপদ? এটাই সুন্দরের মানে?? হা হা হা হা ....অনেক হাসলাম!! তোমরা পারো ও ... এটুকু উপহাস না করলেই পারতে ... এটুকু নাহয় বাকিই থাকতো !!! ___________________________________
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।