আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগের সাথে

আল বিদা

ব্লগের সাথে সকালবেলা ব্লগের সাথে চিকনমিয়া। ব্লগের সাথে আমাদের মন ব্লগের সাথে মিলটন। ব্লগের সাথে দিন কাটাই ব্লগের সাথে রাজামশাই। ব্লগের সাথে আমার হিয়া ব্লগের সাথে গোপনীয়া। ব্লগের সাথে বিড়াল নিয়া ব্লগের সাথে শাহানা।

ব্লগের সাথে সবাই থাকি ব্লগের সাথে জোনাকি। ব্লগের সাথে স্বপ্নের ফানুস ব্লগের সাথে ব্লগার মানুষ। ব্লগের সাথে ব্লগ বহমান ব্লগের সাথে সমকালের গান। ব্লগের সাথে তথ্যমেলা ব্লগের সাথে রাগিবরা । ব্লগের সাথে যুক্ত কর ব্লগের সাথে ভাস্কর।

ব্লগের সাথে বৃষ্টিধারা ব্লগের সাথে নিশীথ রাতের বাদল ধারা। ব্লগের সাথে ভাবের আদান ব্লগের সাথে ব্লগার নাদান। ব্লগের সাথে কবির খাতা ব্লগের সাথে প্রীটি সোনিয়া। ব্লগের সাথে কুয়াশা ব্লগের সাথে রোডয়া। ব্লগের সাথে মেসবাহ য়াযাদ ব্লগের সাথে সামী মিয়াদাদ।

ব্লগের সাথে মহাকবি ব্লগের সাথে মাইকেল মেহেদী। ব্লগের সাথে আমাদের হুশ ব্লগের সাথে কালপুরুষ। ব্লগের সাথে বাধা এই মন ব্লগের সাথে শাওন। ব্লগের সাথে নিত্য ব্লগের সাথে প্রচেত্য। ব্লগের সাথে মিছি মিছি ব্লগের সাথে চিটি।

ব্লগের সাথে কত কথা ব্লগের সাথে সাঁঝবাতি'র রুপকথা। ব্লগের সাথে বিশ্ব চরাচর ব্লগের সাথে নিশাচর। ব্লগের সাথে আনন্দ পাই ব্লগের সাথে টাকাআনাপাই। ব্লগের সাথে পথচলা ব্লগের সাথে প্রিয়তমা। ব্লগের সাথে আমাদের মন ব্লগের সাথে রাগ ইমন।

ব্লগের সাথে বিকেলবেলা ব্লগের সাথে মুনিয়া ব্লগের সাথে ঘুরে ঘুরে ব্লগের সাথে ভবঘুরে ব্লগের সাথে আমাদের মোটিভ ব্লগের সাথে বি পজেটিভ! ব্লগের সাথে অনেক ভাবুক ব্লগের সাথে উধাও ভাবুক। ব্লগের সাথে অনন্ত ব্লগের সাথে দূরন্ত। ব্লগের সাথে বাকা শিং ব্লগের সাথে সিক্স স্ট্রিং। ব্লগের সাথে কতদূর ব্লগের সাথে দস্যু বনহুর। ব্লগের সাথে ব্লগের আইন ব্লগের সাথে নাইম।

ব্লগের সাথে আমরা এক ব্লগের সাথে অদ্ভুত আঁধার এক। ব্লগের সাথে অনেক ক্ষেদ ব্লগের সাথে রাশেদ। ব্লগের সাথে আমরা সকলে ব্লগের সাথে সকলের তরে। ব্লগের সাথে নোটিশবোর্ড ব্লগের সাথে মডারেটর। (হেথায় কবি নুরুল হুদার কবিতার ভাব চৌর্যবৃত্ত করা হয়েছ।

শেষ ২ লাইনে কিছুটা তৈলর্মদন করা হইল। ) অন্স আপন আ টাইম যখন কাজ কাম থাকত না তখন এমন চুরি করা কাব্য লিখেছিলাম। আজ হঠাৎ পুরান পোস্টে পড়লাম। এখানে আবার পোস্ট করলাম এককালে আরও কত কত জন ব্লগে ছিল তাদের কথা মনে করে। তথাপি অনেকের নাম সেই কালেই বাদ পড়েছিল।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.