আমাদের কথা খুঁজে নিন

   

আমরা ইউনুসের পদ ফেরতের বিনিময়ে আমেরিকার সাথে বানিজ্য করতে চাইনা, এ আমার দেশের সার্বভৌমত্বের উপর আঘাত

এখনো গেলনা আঁধার...............

ড. ইউনুস বনাম বাংলাদেশ - আমেরিকার বানিজ্যিক সম্পর্ক বিষয়টি এখন এই একটি সুতোয় ঝুলে আছে। আমেরিকার সাফ কথা হয় ইউনুসকে তার আগের পথ ফিরিয়ে দাও নাহলে তোমাদের সাথে সকল বানিজ্য ও সহযোগিতা বন্ধ। একজন দেশপ্রেমী বাংগালী মাত্রই আমেরিকার এহেন হঠকারী কথায় হতবাক হয়ে যাবেন তাতে সন্দেহ নেই। একটি স্বাধীন - সার্বভৌম দেশ, যে দেশ ভাষার জন্য লড়েছে, যে দেশ ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে পাকিস্থানী সামরিক জান্তাকে বিতাড়িত করে স্বাধীনতার লাল সবুজ পতাকা ছিনিয়ে এনেছে সে দেশের সাথে একটি প্রভাবশালী দেশের বানিজ্যিক সম্পর্ক থাকবে কি থাকবেনা সেটা নির্ভর করছে একজন ব্যক্তির আইন বহির্ভুত পদ ফিরিয়ে দেয়ার উপর!!!! স্বাভাবিক ভাবেই এটি এখন বাংলাদেশের সার্বভৌমত্বের বিষয় হয়ে দাড়িয়েছে। সরকার যদি এই শর্তের উপর ড. ইউনুসকে তার পদ ফিরিয়ে দেয় তবে তা হবে আমেরিকার গোলামী মেনে নেয়ার সমান।

আর ইউনুসও বুক ফুলিয়ে বলবে- দেখেছো আমার ক্ষমতা থাকা না থাকার উপর নির্ভর করছে তোমাদের বৈদেশিক বানিজ্য। ইউনুস হয়ে যাবে একজন রাষ্ট্রপ্রধানের চাইতে ও বেশি কুটনৈতিক ক্ষমতাবান মানুষ। আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশের আইন-কানুন জলাঞ্জলি দিয়ে বিদেশিদের তুষ্ট করা হবে না। তিনি এই কথাটি যে সাহস করে বলতে পেরেছেন এটাই আমাদের জন্য অনেক। আমরা কেন বিদেশী শাসক গোস্টির চোখ রাংগানীতে দেশের আইন কানুন, স্বাধীনতা, সার্বভৌমত্ব বিসজর্ন দিব।

বিশ্বব্যাংকের সাহায্য, বছরে পাঁচহাজার কোটি ডলারের বানিজ্য নাই বা হলো। নাই বা হলো আমাদের উচু উচু দালান আর বড় বড় সেতু। আমাদের সাথে আমেরিকা কোন সম্পর্কই না রাখুক। তাতে কি হবে? আমরা কি না খেয়ে মারা যাবো? মারা যাবো না। মারা যাই কিংবা বেচে থাকি, অন্তত বুক ফুলিয়ে বলতে পারবো কোন ব্যক্তি বিশেষের নিকট আমরা বিক্রি হয়ে যাইনি।

আমাদের বৈদেশিক বাণিজ্য কোন ব্যক্তি বিশেষের পদের উপর নির্ভর করেনা। আমরা কোন বিদেশী প্রভুর গোলামী করিনা। কবি সুকান্তের ভাষায়:-- সাবাস বাংলাদেশ/ এ পৃথিবী অবাক তাকিয়ে রয়/ জ্বলে পুড়ে মরে ছারখার/ তবু মাথা নোয়াবার নয়। । মাননীয় প্রধানমন্ত্রী- আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা।

তিনি দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কখনও কারও সাথে আপোষ করেননি। আমরা চাই আপনিও ইউনুসের সাথে এ ব্যাপারে আপোষ করবেন না। আমরা ইউনুসের ক্ষমতা ফেরতের বিনিময়ে আমেরিকার সাথে বানিজ্য করতে চাইনা। আমরা না খেয়ে থাকবো কিন্তু এ ব্যাপারে কোন অভিযোগ করবোনা। খেয়াল রাখবেন শেয়ালের মত হাজার দিন বেচে থাকার চেয়ে সিংহের মত একদিন বেচে থাকা অনেক সম্মানের।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.