আমাদের কথা খুঁজে নিন

   

এক পুরোন বন্ধুকে খুজছি

এখনো গেলনা আঁধার...............

সালটা মনে হয় দুই হাজার দুই। আমার এক লিখা প্রকাশিত হয়েছিল সেবার একটা ওয়েষ্টার্ন বইয়ে। পুরো লেখাটির শেষে লিখা ছিল আমি পত্রমিতালী করতে ইচ্ছুক। আমার ঠিকানাও দেয়া ছিল। ঐ লিখা প্রকাশ হওয়ার পর দেশের বিভিন্ন স্থান থেকে আমার কাছে অনেক ছেলে মেয়েই চিঠি লিখে।

মোবাইল এত সহজলভ্য না হওয়াতে তখন চিঠিপত্রই ছিল ভরসা। যারা চিঠি লিখেছিল তাদের সবার চিঠির উত্তর দিই। এভাবে অনেকের সাথেই তখন পত্রমিতালী গড়ে উঠে। অনেকের সাথে এখনও সেই সম্পর্ক ঠিকে আছে। আমার পত্রমিতা বন্ধু সুমন।

বাড়ি বরিশালের কাউনিয়া। শহীদুজ্জামান সুমন। এক অসম্ভব স্বপ্নবাজ তরুন ছিল সে? চন্দ্রদ্বীপ মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি নামে একটি প্রতিষ্ঠানের পরিচালক ছিল । পরে প্রতিষ্ঠানটিতে কি যেন সমস্যা হয়। আর সে ঢাকা চলে যায়।

সে চট্টগ্রাম এসেছিল আমার সাথে দেখা করার জন্য। তাকে নিয়ে চট্টগ্রামের ফয়সলেক, কক্সবাজার সমুদ্র সৈকত সহ অনেক জায়গা ঘুরে বেড়িয়েছি। আমার বন্ধু ছিল সে। অনেক আপন। আজ অনেক বছর হয়ে গেল তার সাথে কোন যোগাযোগ নেই।

তার বাড়িতে ফোন করতাম সেখান থেকেও তার কোন ঠিকানা পাইনি। তার পরিচিত যাদের নাম্বার জানতাম তাদেরকেও ফোন করেছি। কোন খোজ পাইনি। সে কোথায় আছে কেমন আছে জানিনা। আস্তে আস্তে সব ফোন নাম্বার হারিয়ে গেছে কালের গর্ভে।

বন্ধু তুমি কোথায় আছো এখন? যেখানেই থাকো আমার সাথে যোগাযোগ করো। দেশে ফিরলে তার ছবি দিয়ে আরেকটি পোস্ট দিবো। আপনারা কেউ যদি সুমনের খোজ দিতে পারেন তাহলে কৃতজ্ঞ থাকবো। ন ম জিয়াউল হক চৌধুরী উমম আল খোয়াইন সংযুক্ত আরব আমিরাত হতে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।