আমাদের কথা খুঁজে নিন

   

আড়ি পেতে শোনা



মোরগের প্রেমে বাধা আপনি কি যখন তখন প্রেম অনুভব করতে পারেন? কিন্তু নিউজার্সির কিছু মোরগ সে অধিকার হারাচ্ছে। হোপওয়েল উপশহরে নতুন আইনে সে অধিকার হারাবে মোরগ। এই নতুন আইনের আওতায় কোন মোরগ বছরে ১০ রাতের বেশি কোন মুরগির সঙ্গে থাকতে পারবে না। একনাগাড়ে ৫ রাতের বেশিও কোন বান্ধবীর সঙ্গে রাত কাটাতে পারবে না কোন মোরগ। খামারি জনহার্ট বলেন, এই আইন সমস্যা সৃষ্টি করতে পারে।

সকালে মোরগের ডাক আসলে প্রেমের আহ্বান। মোরগ সকালে ডাক দিয়ে মুরগিদের ঘুম ভাঙ্গায় আর তাদের জানিয়ে দেয় ভালবাসার এখনই সময়। গত তিন বছর ধরে মুরগি আইন নিয়ে আলোচনা চলছে। হার্ট বলেন, আগামী ২৮ মার্চ এই মুরগি আইনের ব্যাপারে ভোট অনুষ্ঠিত হবে। এর পরই মোরগের ভালবাসার ওপর নিয়ন্ত্রণ আরোপিত হচ্ছে।

হার্ট অবশ্য বলেন, অনেকের ভুল ধারণা রয়েছে যে, মোরগের কারণে ডিম উৎপাদন হয়। আসলে ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে চাইলেই মোরগের প্রয়োজন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।