আমাদের কথা খুঁজে নিন

   

ভারত ও পাকিস্থানী সমর্থকের কান্ড

জসীমউদ্দীন,বালুখালী,রাঙ্গামাটি।

আজ পাকিস্থানের সাথে ওয়েস্টইন্ডিজের কোর্য়াটার ফাইনাল ম্যাচ। আর এই ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের ভেন্যুতে। পাকিন্থান সমর্থন নিয়ে বেশকিছূ পোষ্ট দেখলাম আজকে। আমাদের দেশের অধিকাংশ মানুষ এখনো পাকিস্থানকে সাপোর্ট করে।

তাদের যুক্তি খেলা আর রাজনীতি এক নয়। আবার পাকিন্থান বিরোধী অংশটি সাপোর্ট করে ভারতের। আবার অনেকে মনে করেন যারা শুধুমাত্র বিএনপি-জামাত করে তারাই পাকিস্থানের সমর্থক এটি কিন্তু একেবারে ভুল । আমি দেখেছি আওয়ামীলীগ করে এমন হাজার হাজার সমর্থক আছে পাকিস্থানের। আবার বিএনপি করে এমন কোন হিন্দু পাওয়া দুস্কর হবে যে পাকিস্থানের সমর্থক।

যাই হোক সে বিতর্কে যাবো না- আমার চোখে দেখা দুই ভারত-পাকিস্থানী সমর্থকের কথা উল্লেখ করছি। যা আপনাদের অনেকের কাছেই সহ্য হওয়ার মত নয়- ১: এবার বিশ্বকাপের প্রথম ম্যাচ দেখছি। ভারত আর বাংলাদেশের। প্রথম তিনওভারে ৩১ রান নেয়ার পর আমরা সবাই কমবেশী সাকিবের সমালোচনা করছিলাম। কেন টসে জিতে ফিল্ডিং নিল।

শফিউলের বল ঠিকমত হচ্ছে না। আজকে কি হয়, না হয় এই নিয়ে সবার মাঝে বেশ টেনশন। আমরা ১২-১৩ জন একসাথে খেলা দেখছিলাম। একটি ডট বল কিংরা ভাল ফিল্ডিংয়ের জন্য আমরা হাততালি দিচ্ছিলাম। আমাদের সাথে ছিলেন একদাদা, আমার খুব ঘনিষ্ট সংগতকারনে নাম উল্লেখ করছি না।

তিনিও বাংলাদেশের দুরবস্থা দেখে আমাদের সাথে সাথে হা-পিত্যাশ করছিলেন। কিন্তু হঠাৎ টেন্ডুলকর রান আউট হয়ে গেলে সবাই একসাথে চিৎকার দিয়ে উঠলাম। আর এমন সময় ঐ দাদা মাথায় হাত দিয়ে বলে উঠলেন.."ইস ইস সব শেষ হয়ে গেল, টেন্ডুলকর আউট হয়ে গেল আর কোথ্থেকে! উনার এ অবস্থা দেখে আমরা নিজেরাই ব্রিবত হলাম। অথচ টেন্ডুলকর আউট না হওয়া পযর্ন্ত আমরা একটু্ও বুঝতে পারিনাই যে উনি ভারতের সাপোর্টার তাও বাংলাদেশের সাথে খেলায়। ২।

১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে ২২৩ রান (যতটুকু মনে পড়ে)। দ্বিতীয় ইনিংসে পাকিস্থান ব্যাটিং করছে। আমরা যারা খেলা দেখছিলাম তাদের মাঝে ছিলেন পাকিস্থানের একজন অন্ধভক্ত। একের পর এক যখন উইকেটের পতন হচ্ছিল তখন দেখি উনার খুব মন খারাপ। একসময় বাংলাদেশ জিতে যাওয়ায় আমরা সবাই আনন্দ উল্লাস করছি।

একজন আরেকজনকে জড়িয়ে ধরছি। আনন্দে আমাদের চোখের জল বেরিয়ে আসছে। উনাকে দেখলাম খুব মনখারাপ এবং চোখের জল নিয়ে আড়াল হয়ে গেলেন। পরে উনার ছেলের কাছে জেনেছি পাকিস্থান হেরে যাওয়ায় উনি রাতে ভাত খাননি। বাংলাদেশের মত একটি দুর্বল দলের সাথে পাকিস্থান হারলো এটি উনি মেনে নিতে পারছেন না।

অন্যদল বাংলাদেশের সাথে না হেরে পাকিস্থান কেন হারলো? তাই উনার মন খারাপ। উনি এখনো পাকিস্থানের সমর্থক এবং বাংলাদেশের সাথে খেলা হলেও................................................... একবার এমন মেজাজ খারাপ হয়েছিল। ইচ্ছে হয়েছিল উনাকে রীতিমত পেটায়। পাকিস্থানে একটি টেষ্টম্যাচে বাংলাদেশ জয়ের দারপ্রান্তে গিয়েও এক উইকেটে হেরেছিল। আর তখন তিনি বেশ আমাদের সান্তনা দিয়েছিলেন এভাবে "খারাপ কি বাংলাদেশতো নয় উইকেট ফেলে দিয়েছে"



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.