আমাদের কথা খুঁজে নিন

   

বুয়োজিজি তোমার আগুনে

সকাল আর আসেনা গোলাপ হয়ে ফোটেনা কিশোরীর হাতে

বুয়োজিজি তোমার আগুনে পুড়ে পুড়ে জাগে মুক্তিস্বপ্ন ক্ষুধার্ত মানুষের জঠরে ক্ষণে ক্ষণে চলে অগ্নোৎপাত তোমার আগুনে ধেয়ে আসে থেকে থেকে মুক্তির আভাস লাল তরঙ্গ আছড়ে পড়ে বঞ্চিত মানুষের শিবিরে বুয়োজিজি তোমার আগুনে জ্বলে উঠে স্বপ্ন তারাবাতি হলো বুঝি পূবাকাশ লাল এলো বুঝি আলোর সকাল বুয়োজিজি দেখো তুমি- বিভেদের ফাটল ফুৎকার নিভে যায় আশার চেরাগ হন্তারক ফেরিওয়ালা আসে আসে হায়েনা সজ্জিত সাজে চেচামেচি ...চিৎকার ...উলঙ্গ ম্যাৎকার লুট শুধু লুট মুক্তির দরোজায় চালায় লাথি লুটেরা সেনার বুট আলো হারায় গহীন আঁধারে বুয়োজিজি তোমার আগুনে গন্ধ শুকে আসে সুযোগের সন্ধানী নেকড়ে কুকুরের দল উড়ে এসে জুড়ে বসে তুলে নেয় অনাবাদী ফসল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.