আমাদের কথা খুঁজে নিন

   

কোথায় টেন্ডুলকার আর কোথায় রিকি পন্টিং!!!

সময় খুব কম, যত পারেন ভালো কাজ করুন
রিকি পন্টিং মোহাম্মদ হাফিজের বলে এইজড হয়ে কঠ বিহাইন্ড। কিন্তু আম্পায়ার আউট দেন নাই। পন্টিং ক্রিজে দাঁড়িয়ে। পাকিস্তান রিভিউ চাইলো এবং আউট। (পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচে) শচীন টেন্ডুলকার রভি রামপলের বলে ইজড হয়ে কঠ বিহাইন্ড।

টেন্ডুলকার ক্রিজ ছেঁড়ে হাঁটা ধরেছেন প্যাভিলিয়নের উদ্দেশ্যে। আম্পায়ার স্টিভ ডেভিস কিন্তু আউট দেন নাই। ওয়েস্ট ইন্ডিজ রিভিউ চাইলো এবং আউট। (ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে) দুটি ম্যাচের দুটি খন্ডচিত্র। টেন্ডুলকার ওয়াকড,পন্টিং ডিডিন'ট।

টেন্ডুলকার ইজ এ প্যারাগন অব ভারচু, পন্টিং ইজন'ট। এখানেই অন্যান্য ক্রিকেটারের খেকে টেন্ডুলকারের পার্থক্য। সে ক্রিকেটের একজন অতিমানব। ক্রিকেট ভদ্রলোকের খেলা। তাই এখানে ভদ্র আচরণই শোভা পায় যা টেন্ডুলকারই পারে আর কেউ না।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.