আমাদের কথা খুঁজে নিন

   

দুর্যোগ-বিপর্যয় : তবু্ও অবলম্বন ইন্টারনেট!!!!!!!!!!!!!!!!

বন্ধুদের সাথে মতামত বিনিময় করার জন্য ব্লগে প্রবেশ করলাম।

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। ব্লগারদের জন্য আমি একটি খবর নিয়ে এসেছি । যা নিম্নে উপস্থাপন করা হল।

জাপানে সম্প্রতি ঘটে যাওয়া প্রলয়ঙ্করী ভূমিকম্প এবং সুনামির সময় মানুষের অবলম্বন ছিল ইন্টারনেট। গবেষকরা জানিয়েছেন, ভূমিকম্প ও সুনামির মতো সংকটের সময়ে যোগাযোগের জন্য ইন্টারনেটনির্ভর হয়ে পড়ছে মানুষ। দেখা গেছে, ভূমিকম্পের ঠিক পরপরই টুইটার ব্যবহারের পরিমাণ বেড়ে গেছে। টুইটের মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে যাচ্ছে দুর্যোগের খবর। এদিকে, ইউটিউবেও প্রকাশিত হয়েছে এই দুর্যোগের ভিডিও।

তাতেও যুক্ত হতে থাকে হাজারো কমেন্ট। হারানো মানুষদের খোঁজ চলতে থাকে গুগলের পারসন ফাইন্ডার ব্যবহার করে। জানা গেছে, প্রতি মিনিটে হাজারের ওপর টুইট ব্যবহার করা হয়েছে এ সময়। এছাড়া ইউটিউব ভিডিও দেখেছে ৫০ লাখের বেশি ব্যবহারকারী। গুগল পারসন ফাইন্ডার ব্যবহার করেছেন ৮১ হাজার ব্যবহারকারী।

জাপানের এই দুর্যোগে ফেসবুকসহ রেডক্রসের আন্তর্জাতিক এবং জাপান শাখা নিজস্ব ওয়েবসাইট খুলেছে। টুইটারের একটি বিশেষ ব্যবস্থায় রেডক্রসে যে কেউ সাহায্য পাঠাতে পারবেন। ফেসবুকে জাপান সুনামি পেজের ঠিকানা এখানে সংগ্রহ এখানে । ধন্যবাদ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।