আমাদের কথা খুঁজে নিন

   

মেঘ-বৃষ্টির আলাপন - ১৬

মনের জানালায় দাঁড়িয়ে ভাবনাগুলোর মিলিয়ে যাওয়া দেখি। গুচ্ছ গুচ্ছ মেঘ হয়ে, ঐ দূর দিগন্ত পানে...

: বৃষ্টি : হুম : এই বৃষ্টি : কিইই : বৃষ্টি, বৃষ্টি : ঢওওং : হাহাহা : কেমন আছো? : বেশ বেশ, তুমি? : (মিষ্টি হেসে) ভালো : জানো, তুমি যখন দূরে হেটে আসছিলে, আমি মুগ্ধ হয়ে দেখছিলাম তোমাকে। শুধু তোমাকে। আড়ালে আবড়ালে : (সুর করে) জানি আমি জানি : কি জানো? : এই যে তুমি আমার দিকে হা করে চেয়ে ছিলে : হাহাহা। ধরা পড়ে গিয়েছি তাইলে।

: :-) : কিন্তু সত্যি বলছি যা লাগছে না আজ তোমাকে...তোমার ঐ হাতের মেহেদীর আল্পনায়, তোমার গোলাপী ঠোঁটে, ঐ দীঘল কালো চুলে, কানের দুলে, কাজলে আঁকা দুচোখে, খোঁপার চাপা ফুলে...কপালের টিপে, হাতের টুংটাং চুড়িতে, এক পায়ের ঐ নূপুরে। মন আজ হারাতে চাইছে... : হয়েছে! তারমানে অন্যদিন ভালো লাগিনা? : সে কথা কে বলছে! : এই যে বললে : মোটেও না : মোটেও হ্যাঁ : আচ্ছা হয়েছে হয়েছে। হার মানছি। কিন্তু ব্যাপারটা কি, এমন সাজগুজ কার জন্য? : আমার ইচ্ছে হয়েছে, তাই সেজেছি। : তাই বলে এমন মাথা ঘুড়িয়ে দেওয়ার মতোন! : আমার ইচ্ছে : ভালো : কি ভালো? : :-) : (উত্তরেও হাসি) : বৃষ্টি : হুম : কাল তুমি আমার উপর অভিমান করেছিলে? : করেছি : কিন্তু কেন! : আমার ইচ্ছে করেছে তাই : হাহাহা : এই হাসো কেন! : ইচ্ছে যে করেছে সেতো বুঝলাম, তাইতো অবন্তীকা ঘুরে কেতকীর বন থেকে কুটুজ-কুসুমে অর্ঘ্যের ঢালি সাজিয়ে রেখে গিয়েছিলাম তোমার দুয়ার প্রান্তে।

: হুম পেয়েছি। : (হাসি ) : পছন্দ হয়েছে :-) : বেশ বেশ...চলো নদীর ঐ ধারটায় কিছুক্ষণ হেটে আসা যাক। (বৃষ্টির হাত ধরে মেঘ হাঁটছে, হাওয়ায় ভাসছে বৃষ্টির এলো চুল) দূরে ভেসে উঠলো গান ♫♫ "তুমি যে আমারে চাও আমি সে জানি। কেন যে মোরে কাঁদাও আমি সে জানি ॥" ♫♫ Click This Link ... লিখছিলাম বৃষ্টিকে, মনে ভাসছিল উত্তম-সুচিত্রার এই মুহূর্তটি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.