আমাদের কথা খুঁজে নিন

   

কবে আমরা ভদ্রতা শিখবো??



বাংলাদেশ হেরেছে, খুবই লজ্জাজনক হার। মাত্র ৫৮ আর ৭৮। পুরো টুর্নামেন্টের সর্বনিম্ন দুটো স্কোর। গত কয়েক বছর ভালো খেলার পর, বিশেষ করে হোম সিরিজ গুলোতে উল্লেখযোগ্য সাফল্যের পর এ স্কোর স্বভাবতই ক্ষোভের কারণ হয়ে দাড়িয়েছে। কিন্তু তাই বলে চুক্তির মেয়াদ শেষ হ্ওয়ার আগেই সিডন্স-কে বের করে দেয়ার যে দাবী প্রাক্তন খেলোয়াড়রা তুলেছে তা কতটা যৌক্তিক? এই কোচের কারণেই আমাদের এত উন্নতি। তাকে এ পর্যায়ে এসে বের করে দিতে চেয়ে নিজেদেরকেই কি ছোট করছিনা আমরা?? খালেদ মাহমুদ সুজনের প্রতি সম্মান রেখেই বলছি, সিডন্সের সাথে আপনার বনিবনা নাও থাকতে পারে, তাই বলে মিডিয়ায় সরাসরি তার চারিত্রিক দোষারোপ করা আর ব্যক্তিগত বিরোধের কারণে দেশের কোচ-কে কোন রকম ভুলত্রুটি বিশ্লেষণ ছাড়াই গলাধাক্কা দিয়ে বের করে দিতে চা্ওয়াটা মোটেও উচিত হয়নি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।