আমাদের কথা খুঁজে নিন

   

নেইমারের প্রথম ম্যাচে বার্সেলোনার ড্র

দর্শকদের উল্লাসধ্বনির মধ্য দিয়ে নেইমার যখন মাঠে নামেন, তখন খেলার বাকি আর ১২ মিনিট। আর নেইমার নামার মিনিট খানেক আগেই তুলে নেয়া হয়েছিল চারবারের ফিফা বর্ষসেরা লিওনেল মেসিকে। তাই দু'জনের জুটি বেধে খেলা দেখতে দর্শকদের অপেক্ষার প্রহর আরও দীর্ঘ হলো।
ম্যাচে দুই বার পিছিয়ে পড়েও সের্গেই রবার্তো আর মেসির গোলে হার এড়ায় বার্সেলোনা।
খেলা শুরুর ১৬ মিনিটেই অধিনায়ক জারোসলোর হেডে এগিয়ে যায় দানস্ক।

নয় মিনিট পরে ব্যবধান কমান রবার্তো।
আগের ম্যাচে নরওয়ের ক্লাব ভালেরেঙ্গাকে ৭-০ গোলে বিধ্বস্ত করা বার্সেলোনার কাছ থেকে আরো গোল আশা করছিল অনেকেই। কিন্তু উল্টো দ্বিতীয়ার্ধে ৫ মিনিটে পিওতর গ্রেজেল্কজাকের গোলে ম্যাচে আবার এগিয়ে যায় দানস্ক।
শেষে বার্সেলোনার ত্রাণকর্তা হয়ে এলেন মেসিই। আগুয়ান গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জালে জড়িয়ে দেন আর্জেন্টিনার এই তারকা।


মেসিকে উঠিয়ে নেয়ার খানিক বাদে পিজিই অ্যারেনার প্রায় ৪০ হাজার দর্শককে মাতিয়ে মাঠে নামেন নেইমার।
অতিরিক্ত সময়সহ ১৫ মিনিট মাঠে থাকেন নেইমার। এর মধ্যে পাঁচবার বল দেয়ানেয়া করেন সতীর্থদের সঙ্গে; আদায় করে নেন চারটি ফ্রি-কিক। ব্যাকহিল পাস আর ড্রিবলিং করে প্রতিভার খানিক ছটাও দেখান তিনি।
ম্যাচ শেষে বার্সেলোনায় অভিষিক্ত হওয়ার জন্য নেইমারকে অভিনন্দন জানান সতীর্থ আর প্রতিপক্ষের ফুটবলাররা।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.