আমাদের কথা খুঁজে নিন

   

আমার মায়ের স্বাক্ষর

এমন মানবসমাজ কবে গো সৃজন হবে। যে দিন হিন্দু-মুসলমান, বৌদ্ধ -খৃষ্টান জাতি গোত্র নাহি রবে।

আমার মায়ের নাম 'লাইলী'। সহজ বানানের ছোট্ট নাম। কিন্তু সেটা আমাদের জন্য,মার জন্য না।

জমিজমার দলিল,টাকা-পয়সার লেনদেন নানান কারনে বছরে অন্তত একবার তাকে স্বাক্ষর করতেই হয়। আর তখন তার অবস্থা হয় দেখার মত। আহা বেচারি!মনে হয় যেন স্বাক্ষর না; কোর্টে মিথ্যা সাক্ষী দিচ্ছে। খুব নার্ভাস,হাত-পা কাঁপে। কলম চালান একদিকে, অবাধ্য কলম চলে আরেক দিকে! তার কাছে সবকিছুই কিম্ভূত লাগে।

'ল' এর প্যাঁচ দুইটার জায়গায় তিনটা হয়ে যায়। 'ই' এর গোল্লা প্যাঁচাতেই থাকে প্যাঁচাতেই থাকে নিচে আর নামে না। আমরা পাশ থেকে তাড়া দেই 'মা আর প্যাঁচাইয়েন না'। মা সম্বিৎ ফিরে পান। 'ই'র প্যাঁচ থেকে অনেক কষ্টে বেরিয়ে আসেন।

তবে বেশিরভাগ সময়ই ঘড়ির কাঁটার দিকে না গিয়ে যায় উল্টো দিকে! আমরা হা হা করে উঠি,মা করুন চোখে তাকান। যাক যেমন হোক তবুতো 'ই' র ল্যাঠা চুকেছে। মা তৃপ্তি নিয়ে মুক্তির হাসি হাসেন। কিন্তু আরো একটি দুই প্যাঁচওয়ালা 'ল'' লেখা বাকি শুনে মার মুখ শুকিয়ে যায়!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.