আমাদের কথা খুঁজে নিন

   

টাকার কত রুপ

আমার কোনো ঘর নাই আছে শুধু ঘরেরদিকে যাওয়া ...। May Allah bless you with Barakat, Magfirat and Najat during the Holy Ramadan

তুমিতো টাকা অথচ তোমার কত রুপ ................................. => যখন কোনো ফকিরকে দেওয়া হয় তখন তোমাকে বলি - ভিক্ষা। => যখন কোনো ডাক্তারকে দেওয়া হয় তখন তোমাকে বলি - ভিজিট। => যখন কোনো বাসের কন্ডাক্টরকে দেওয়া হয় তখন তোমাকে বলি - ভাড়া। => যখন কোনো উপর মহল থেকে ফাইল ছাড়ার জন্য দেওয়া হয় তখন তোমাকে বলি - ঘুষ।

=> যখন কোনো চাকুরীজীবিকে মাস শেষে তার অফিস থেকে দেওয়া হয় তখন তোমাকে বলি - বেতন। => যখন কোনো দিন মুজুরকে দিনের শেষে কাজের বাবদ দেওয়া হয় তখন তোমাকে বলি - মুজুরি। => যখন কোনো ঈদের দিন সালামের পর দেওয়া হয় তখন তোমাকে বলি - সালামি। => যখন কোনো ছেলেকে বিয়ের সময় অগ্রীম অর্থ দেওয়া হয় তখন তোমাকে বলি - যৌতুক। => যখন কোনো কেউ পরীক্ষায় পাস করার পর দেওয়া হয় তখন তোমাকে বলি - বখশিষ।

=> যখন কোনো সন্ত্রাসীকে ভয় পেয়ে অর্থ দেওয়া হয় তখন তোমাকে বলি - চাঁদা। => যখন কোনো হুজুরকে তার বিনিময় দেওয়া হয় তখন তাকে বলি - হাদিয়া। => যখন কোনো প্রাইভেট শিক্ষককে তার মাসিক অর্থ দেওয়া হয় তখন তাকে বলি - সম্মানী। => যখন কোনো গ্যাস, বিদ্যুৎ, পানি কিংবা টেলিফোনের ব্যবহারের জন্য দেওয়া হয় তখন তাকে বলি - বিল। => যখন কোনো চাকুরী কিংবা দোকান বরাদ্দের জন্য আগে দেওয়া হয় তখন তাকে বলি - জামানত।

=> যখন কোনো রাস্তাঘাট, ক্লাব নির্মাণ কিংবা কোনো বিনোদনের জন্য দেওয়া হয় তখন বলি - ডোনেশন। ক্স যখন কোনো পরীক্ষার্থী পরীক্ষার আগে স্কুলে যে অর্থ পরিশোধ করে তখন তাকে বলি - ফিস।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.