আমাদের কথা খুঁজে নিন

   

চোখ তার পঞ্চাশ কোটি বছরের পুরোনো!

সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, মানুষের মস্তিষ্কের আগেই চোখের জন্ম হয়েছিল। চোখের বয়স প্রায় ৫০ কোটি বছর। এক খবরে এ তথ্য জানিয়েছে সায়েন্স ডেইলি।
অস্ট্রেলিয়ার গবেষকেরা মানুষের চোখের বয়স নিয়ে গবেষণা করেছেন। ‘সায়েন্সডিরেন্ট’ সাময়িকীতে এ গবেষণা-নিবন্ধটি প্রকাশিত হয়েছে।


গবেষকেরা জানিয়েছেন, চোখ মানুষের স্পর্শকাতর একটি অঙ্গ। দীর্ঘদিন ধরেই চোখ রহস্য সমাধান করার চেষ্টা করেছেন গবেষকেরা। এবারে অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা দাবি করলেন, মস্তিষ্কের আগেই চোখের জন্মের তথ্য পেয়েছেন তাঁরা, যা ৫০ কোটি বছর আগে এককোষী অ্যামিবার মাধ্যমে শুরু হয়েছিল।
অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যান্ড দ্য ভিশন সেন্টারের অধ্যাপক ট্রেভর ল্যাম্ব জানিয়েছেন, তাঁরা মনে করছেন আজ থেকে ৭০ কোটি বছর আগে পৃথিবীতে আলোক সংবেদী অঙ্গের উদ্ভব ঘটেছিল। সেই সময় আদিম পৃথিবীতে ব্যাকটেরিয়া, কোরাল ও অ্যামিবার মতো এককোষী প্রাণীর অস্তিত্বের উদ্ভব ঘটে যাতে ‘অপসিন’ নামে এক ধরনের রাসায়নিক ছিল।

এই রাসায়নিকের  কারণে প্রাণীদের মধ্যে সূর্যের প্রতি সংবেদনশীলতার বোধ জন্মায়। পরে ২০ কোটি বছরের বেশি সময় ধরে ক্ষুদ্রাকৃতির এ আলোক-সংবেদী কোষগুলোর অপসিনের ধীরগতিতে উন্নতি ঘটে এবং আলোক রশ্মি শনাক্ত করতে সক্ষম হয়। ৫০ কোটি বছর আগের সেই চোখের সঙ্গে আজকের চোখের যে দৃষ্টি তার অনেক মিল খুঁজে পাওয়া গেছে বলেই গবেষকেদের ধারণা।
গবেষক ল্যাম্ব তাঁর তত্ত্বের উদাহরণ হিসেবে সামুদ্রিক স্কুয়ার্টের কথা বলেন। জন্মের পর সামুদ্রিক স্কুয়ার্টের চোখের মতো এক ধরনের চিহ্ন থাকে।

গবেষক ল্যাম্ব জানিয়েছেন, স্কুয়ার্টের ক্ষেত্রে এগুলো প্রকৃতপক্ষে একগুচ্ছ ফটোরিসেপ্টর। পূর্ণবয়স্ক অবস্থায় আর এগুলোর অস্তিত্ব থাকে না। ৬০ কোটি বছর আগে থেকেই এই অঙ্গ বয়ে বেড়াচ্ছে সামুদ্রিক এ প্রাণীগুলো। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।