আমাদের কথা খুঁজে নিন

   

ভালবাসায় অর্থ আছে

যেন এ এক পুরান খেলা । ধুলো ওড়ে, মাটির পথে।জেনো তুমি,আমি হাটি এই পথে

ভালবাসার অর্থ আছে, ভালবাসায় অর্থ আছে। অর্থ ছাড়া মানে নেই দরজাটাও সটান হবে, এম্পটি পকেট দৌড়াবে। রূপের তেজে পুড়ছে আজ বেড়াল হওয়া পুরুষজাত। বাড়ছে ঘুষ, নেই যে হুশ, দোরা সাপের হুদাই ফুস। ভাবতে পারো নারী বিদ্বেষী ভুল ভেবেছো; আমিও যে প্রেম করেছি, সবুজ ওড়নায় মুখ ঢেকেছি, স্বপ্নে স্বপ্নে হাত ধরেছি। যেইনা আমি ছুঁতে গেলাম হঠাৎ আমার ঘুম ভেঙ্গেছে, মন ভাঙ্গেনি; পালালে তুমি অর্থ নিয়ে, ছোট্ট করে লিখলে যে ভালবাসায় অর্থ আছে ।।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.